ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ, ব্যাটিংয়ে পাকিস্তান
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৩
দ্বিপাক্ষিক সিরিজে দুই দলের খেলা হয়নি এক যুগেরও বেশি। তাই ভারত-পাকিস্তান লড়াই দেখতে ক্রিকেট প্রেমীদের ভরসা তাই আইসিসি ইভেন্ট। আজ (রবিবার) দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে দুই দল। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারায় ভারত ম্যাচটা পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই। টুর্নামেন্টে টিকে থাকতে চাইলে আজ জয় চাই তাদের। ভারতের অবশ্য শুভসূচনা হয়েছে টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে। দুবাইয়ের একই মাঠে হয়েছিল ম্যাচটি।
আজকের ম্যাচের জন্য পাকিস্তানের একাদশে এসেছে কেবল একটি পরিবর্তন। চোটে ছিটকে যাওয়া ফখর জামানের বদলে একাদশে ঢুকেছেন বাঁহাতি ওপেমার ইমাম উল হক। ভারত খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হার্শিত রানা, ও মোহাম্মদ শামি।
পাকিস্তান একাদশ:
ইমাম উল হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আঘা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পাকিস্তান ক্রিকেট দল ভারত ক্রিকেট দল রোহিত শর্মা