Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে: নিউজিল্যান্ড অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৩

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। রাত পোহালে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচামরার। হারলে টুর্নামেন্ট থেকে বিদায়। এদিকে, ম্যাচের আগের দিন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বললেন, বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, তৃতীয় ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে ম্যাচটা নিশ্চয় সহজ হওয়ার কথা নয়। সে হিসেবে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের রাস্তাটা পাকা করে রাখতে চাইবেন কিউইরা।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। তবে আশা করি আমাদের পারবে না।’

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশ শক্তিশালী, বলেছেন স্যান্টনার। তিনি বলেন, ‘তারা এখন খুবই ভালো দল। স্পিনের পাশাপাশি পেসেও ভালো করছে। তাসকিন দীর্ঘদিন ধরে ভালো করছে। আমরা জানি ফিজ কত ভালো হতে পারে। রানা খুব দ্রুত বল করে। আমরা তাদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে অনেক ম্যাচ খেলেছি। তারাও আমাদের চেনে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব।’

‘খুব ভালো ভারসাম্য আছে। ব্যাটিং ইউনিটও ভালো। হৃদয় গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছে। জাকেরও অনেক কিছু করে দেখিয়েছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। বাংলাদেশকে নিয়ে কিছু পরিকল্পনা তো আছেই। তবে আমাদের আগে দেখতে হবে উইকেট কেমন আচরণ করছে। করাচিতে উইকেট ফ্ল্যাট ছিল। বাংলাদেশের লাইনআপে বিধ্বংসী কয়েকজন ব্যাটার আছে। রাওয়ালপিন্ডি হাই স্কোরিং গ্রাউন্ড।- যোগ করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ মিচেল স্যান্টনার

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর