Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও অধিনায়ক বদলাচ্ছে ব্রাজিল


২১ জুন ২০১৮ ১৮:২৫

স্পোর্টস ডেস্ক ।।

আগের ম্যাচে মার্সেলো ছিলেন ব্রাজিল অধিনায়ক। সুইজারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের শিরোপাজয়ী দলটি। শুক্রবার (২২ জুন) কোস্টারিকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এবার থিয়াগো সিলভাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

গত বছরের জুনে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছিল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডারের নেতৃত্বে থাকা ব্রাজিল দল। কোচ তিতের দলকে শেষ ২২ ম্যাচের মধ্যে একমাত্র সেই ম্যাচেই হারতে হয়েছে।

রাশিয়া বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করে শুক্রবার (২২ জুন) কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কোস্টারিকা অবশ্য নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে ১-০ গোলে হেরে আসরের শুরু করেছে কোস্টারিকা। তাই এই ম্যাচে জয় নিয়ে ৩ পয়েন্ট যোগ করতেই মাঠে নামবে ব্রাজিল।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর