Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তান ম্যাচের সেই উত্তাপ কোথায়?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৪

৬ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে ভারত

ভারত-পাকিস্তান লড়াই; একটা সময় ছিল ক্রিকেটের হটকেক। দর্শক-সমর্থকেরা তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন , কখন মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। শোয়েব আখতারের বাউন্সারের হাওয়ার জবাবে শচীন টেন্ডূলকারের আপার কাট। সেসব এখন সোনালী অতীত। রাজনৈতিক কারণে বৈরি দুই প্রতিবেশী দ্বিপাক্ষিক সিরিজ খেলে না এক যুগেরও বেশি, তাই সমর্থকদের সাথে দক্ষিণ এশিয়ার ক্রিকেটপ্রেমীদের ভরসা এশিয়া কাপ, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ অথবা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

বিজ্ঞাপন

দর্শকদের কথা মাথায় রেখে আইসিসি কিংবা এসিসিও সর্বোচ্চ চেষ্টা করে দুই দলের মধ্যে যত বেশি সম্ভব ম্যাচ খেলাতে। এতে করে টিআরপি বাড়ে, গ্যালারি ভর্তি থাকে দর্শকে। টেলিভিশনে হুড়মুড় করে বাড়তে থাকে বিজ্ঞাপনী স্লটের দরও। কিন্তু দর্শকদের আগ্রহের তুঙ্গে থাকা এই ম্যাচগুলোতে দুই দলের মাঠের ক্রিকেটের সেই জৌলুসটা যেন আর নেই। নেই ক্রিকেটারদের মধ্যকার দুর্বার সেই আগ্রাসন কিংবা কথার লড়াইও। ভারত-পাকিস্তান ম্যাচ হয়ে গেছে এখন প্রীতি ম্যাচের মতো। যেখানে কেবল ভদ্রভাবে ক্রিকেটটাই খেলতে চান সবাই। আর ফলাফল? গত এক যুগের দুই একটা ম্যাচ বাদ দিলে ফরম্যাটভেদে বেশিরভাগই হয়েছে একপেশে।

বিজ্ঞাপন

আজ (রবিবার) দুবাইয়েও চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গেল আরও একটা একপেশে কিন্তু বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের সামনে মাত্র ২৪১ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান আর সৌদ শাকিল মিলে ১০৪ রানের একটা জুটি গড়েছেন ঠিকই, কিন্তু ব্যাটিংয়ের যে ধরন বিশেষত অধিনায়ক রিজওয়ানের; দর্শকদের বিরক্তি আসতে বাধ্য। ৭৭ বলে খেলেছেন ঘুমপাড়ানি ৪৬ রানের ইনিংস। হ্যাঁ, শুরুর দিকে ব্যাটিং করাটা কঠিন ছিল উইকেটে। কিন্তু ইমাম উল হক আর বাবর আজম মিলে পাওয়ারপ্লেতে যেভাবে ভারতের পেসারদের সামলেছেন তাতে শুরুতে মোমেন্টামটা তাদের দিকেই ছিল।

রিজওয়ানের সেই ঘুমপাড়ানি, ধীরগতির ইনিংসের মাশুল নিজে তো দিয়েছেনই, দিতে হয়েছে দলকেও। তৃতীয় উইকেটের জুটিটা শতরান পেরোনোর পরই শট খেলার সিদ্ধান্ত নেন তিনি। রানের গতি বাড়াতে হবে চিন্তা থেকে এগিয়ে এসে শট খেলেন এই ডানহাতি ব্যাটার। তুলে মারেন উইকেট ছেড়ে বেরিয়ে এসে, হার্শিত রানা শেষ পর্যন্ত জমাতে পারেননি ক্যাচটা। জীবন পেলেন একবার। কিন্তু সেটা আর কাজে লাগাতে পারলেন কই? বোল্ড হয়ে গেলেন অক্ষর প্যাটেলের বলে।

একই চাপে পড়ে শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিলেন ফিফটি করা সৌদ শাকিল। অথচ সেই বল করার আগেই হার্দিক পান্ডিয়া স্কয়ার লেগ থেকে অক্ষর প্যাটেলকে বাউন্ডারি লাইনে নিয়ে গেলেন ক্যাচিং পজিশনে। রীতিমতো ফাঁদ পেতে বাউন্সার মেরে তার উইকেট নিয়েছেন হার্দিক। শাকিল কিংবা পাকিস্তানি ব্যাটারদের ম্যাচ অ্যাওয়ারনেস নিয়েও তাই প্রশ্ন তোলা যায়। কার্যত সেখানেই ম্যাচ থেকে ছিটকে গেছে পাকিস্তান। রান যদি আরও কিছু বেশিও হতো, তবুও ভারতের খুব বেশি বেগ পেতে হতো না।  যেখানে রোহিত শর্মা থেকে হার্শিত রানা পর্যন্ত সবাই ব্যাট হাতে ভরসা দিতে পারেন ভারতকে।

ম্যাচের ফলাফল তো এতক্ষণে জেনেই গেছেন। ফলাফল ভিন্ন হলে এই প্রতিবেদনের অবতারণাও হতো না খুব সম্ভবত। এই ম্যাচ নয়, টুর্নামেন্ট শুরুর আগের কথাটাই ভাবুন। টিকেট ছাড়ার দুই ঘণ্টার মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকেট বিক্রি করা শেষ। আজ ম্যাচ চলাকালীন শুরুর দিকে ধারাভাষ্যকক্ষে রমিজ রাজা বলছিলেন দুইদিন ধরে অসংখ্য ফোনকল আর মেসেজ পাচ্ছেন তিনি। সবার একটাই চাওয়া; ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট। বেশিরভাগই হতাশ হয়েছেন তার কাছে টিকেট চেয়ে, কারণ এত টিকেট আর রইল কোথায়? ২৫ হাজার ধারণ ক্ষমতার দুবাই স্টেডিয়ামের সব টিকেট দর্শকদের জন্য বরাদ্দ থাকে না। স্পন্সর, আইসিসি অফিসিয়াল, বিভিন্ন কর্মকর্তাদেরও টিকেট দিতে হয় আয়োজকদের।

ম্যাচ টিকেটের এই অংশীদারদের বাদ দিলেও বিশাল একটা অংশ বরাদ্দ সাধারণ দর্শকদের জন্য। তাদের প্রতি পাকিস্তানের ক্রিকেটাররা সুবিচার আর করলেন কোথায়! এমন নয় শুধু এবারই এমন একপেশে লড়াইয়ে পাত্তা পায়নি পাকিস্তান। গত কয়েকটা আইসিসি ইভেন্টেই একই চিত্রের মঞ্চায়ন হয়েছে বারবার।

এই ম্যাচের আবহ জমাতে, উত্তেজনার পারদ বাড়াতে আয়োজকদেরও অবশ্য চেষ্টার কমতি নেই।  অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের বানানো টিভি প্রোমো, আইসিসির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল; সর্বত্রই চেষ্টা থাকে পুরনো সেই দ্বৈরথকে জাগিয়ে তোলার। দুই দেশের সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকাররাও অংশ নেন এতে। কথা চালাচালিতে কিছুটা উত্তেজনা ছড়ায় বটে, কিন্তু মাঠের ক্রিকেটে হয় তার উল্টো।

ভারতের ম্যাচ উইনারদের কাছে বারবারই হতশ্রী চেহারা নিয়ে নতি স্বীকার করে মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে। পাকিস্তানের পেসত্রয়ী শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফকে নিয়ে কত উচ্চাশা তাদের ভক্ত-সমর্থক, মিডিয়ার। কিন্তু আজ শাহীন মাঠ ছেড়েছেন ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং ফিগার নিয়ে। এক্সপ্রেস পেসার হারিস রউফ ৭ ওভার বল করে রান দিয়েছেন ৫২, ছিলেন উইকেট শূন্য। নাসিম শাহ উইকেট না পেলেও অবশ্য বেশ ইকোনমিক্যাল বল করেছেন।

বছরজুড়ে তাদের যে বন্দনা চলে, ভারতের বিপক্ষে সেটার অর্ধেকও দিতে দেখা যায়নি তাদের সেভাবে। রোহিত নিজের উইকেটে পরোয়া করেননি বলেই আউট হয়েছেন, শুভমান গিলের কাছে পাত্তা পাননি তিন পেসারের কেউ। কোহলি-শ্রেয়াসের শত রান পেরোনো জুটিতে চিড় ধরানোর মতো বোলারও কেউ হতে পারেননি খুশদিলের আগে। যদিও ততক্ষণে ম্যাচ পুরোটাই ভারতের দখলে চলে গেছে।

গত এক দশকের ওয়ানডের হিসেবটাই এবার দিই আপনার সামনে। ২০১৫ সালের পর থেকে এশিয়া কাপ আর বিশ্বকাপ মিলে দুই দল খেলেছে ৯টা ম্যাচ। ৭টা জিতেছে ভারত, একটা ভেসে গেছে বৃষ্টিতে আর একটা জিতেছে পাকিস্তান। এই রেকর্ডটাই বলে দিচ্ছে বড় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তান ঠিক কতটা পিছিয়ে।  অবশ্য সেই একটা জয়েই ইতিহাস গড়েছে তারা। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ছিল সেটা। ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জিতেছিলেন সরফরাজ আহমেদরা। সেটাই ওয়ানডেতে সর্বশেষ জয়। চ্যাম্পিয়নস ট্রফিতে আজকের ম্যাচের পর আবারও জয়ের পাল্লাটা নিজেদের দিকে আরও একটু ভারী করে নিল ভারত।

গত এক দশকে মনে রাখার মতো মুহুর্ত খুব কমই এসেছে ভারত-পাকিস্তানের ওয়ানডের লড়াই থেকে। এই প্রজন্মের ক্রিকেট ভক্তদের ক্লাসিক ভারত-পাকিস্তান লড়াই দেখাতে চাইলে ভরসা তাই ইউটিউব। যেখানে খুঁজেপেতে দেখা মিলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশীর ধ্রুপদী, নখ কামড়ানো উত্তেজনার ক্রিকেটীয় লড়াইয়ের। নিকট ভবিষ্যতে তেমন কিছুর দেখা মিলবে কিনা কে জানে! সময়ের সাথে পাল্লা দিয়ে ভারতে যেভাবে পারফর্মার আর ম্যাচ উইনার বেড়েছে, পাকিস্তানের নামডাকওয়ালা ক্রিকেটাররা তার চেয়ে বেশি হাইপ পেয়েও পাত্তা পাননি। হয়তো বছরজুড়ে পারফর্ম করেছেন, কিন্তু আকাঙ্ক্ষিত সেই লড়াইয়ের মঞ্চে হয়েছেন ব্যর্থ।

পরিশেষে, ঢোল বাদ্যি বাজিয়ে হরেক আয়োজনের পরেও দুই দলের এই একপেশে, ম্যাড়ম্যাড়ে লড়াইয়ের দায়টা কাকে দেবেন পাঠক আপনিই সিদ্ধান্ত নিন।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর