Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেনমার্ককে রুখে দিল অস্ট্রেলিয়া


২১ জুন ২০১৮ ১৮:৫৪ | আপডেট: ২১ জুন ২০১৮ ১৯:৫৫

স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের ২১তম ম্যাচে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ডেনমার্ক। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই দল সমান আক্রমণ চালালেও ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

ম্যাচের পাঁচ মিনিটেই গোলের সুযোগ পায় অস্ট্রেলিয়া। কর্ণার থেকে উড়ে আসা বল ম্যাথ্যু লেকি হেড নিলেও পোস্টের ওপর দিয়ে বল গেলে সেই সুযোগ হাতছাড়া হয়।

দুই মিনিটের ব্যবধানেই এগিয়ে যায় ডেনমার্ক। নিকোলাই জারগেনসেনের পাসে বল পেয়ে অস্ট্রেলিয়ার জালে বল জড়ান টটেনহ্যামের অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। এ নিয়ে জাতীয় দলের জার্সিতে শেষ ২০ ম্যাচে ১৭ গোল করেছেন তিনি।

ম্যাচের ২২ মিনিটে দারুণ ডেনমার্কের অ্যাটাকিং উইঙ্গার পিওনে সিস্তোর শট থামিয়ে দেন অস্ট্রেলিয়া গোলরক্ষক ম্যাথ্যু রায়ান।
তিন মিনিট পর ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ হারায় ডেনমার্ক। ডিফেন্ডার হেনরিক ডালসগার্ডের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যহীন হেডে সুযোগ হারান স্ট্রাইকার নিকোলাই জারগেনসেন।

ম্যাচের ৩৬ মিনিটে ডি-বক্সে ডেনমার্কের স্ট্রাইকার ইউসুফ ইউরারি পউলসেনের হাতে বল লাগলে তাকে রেফারি হলুদ কার্ড দেখান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দেখে হলুদ কার্ডের সিদ্ধান্ত দেয়ার পাশাপাশি পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক মাইল জেডিনাক।

বিরতির আগে আর গোল না হওয়ায় ১-১ গোলে বিরতিতে থেকেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেনে আক্রমণে নামে দু’দল। ম্যাচের ৫৪ মিনিটে জারগেনসনের নেয়া শট অস্ট্রেলিয়ার পোস্টের উপর দিয়ে গেলে গোলের দারুণ সুযোগ হারায় ডেনমার্ক।

বিজ্ঞাপন

ম্যাচের ৫৮ মিনিটে ইউরারি পউলসেনের বদলি হিসেবে মাঠে নামেন স্ট্রাইকার মার্টিন ব্র্যাথওয়েট। এরপর গোলের জন্য মরিয়া হয়েই খেলতে থাকে দুই দল।

ম্যাচের ৬৮ মিনিটে স্ট্রাইকার রবি ক্রুজের বদলি হিসেবে ড্যানিয়েল আরজানিকে মাঠে নামান অস্ট্রেলিয়া কোচ। ম্যাচের ৭১ মিনিটে জোরালো এক শট খেলেন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার অ্যারোন ময়। তবে ডেনমার্কের পোস্টের ওপর দিয়ে সেই বল চলে গেলে গোল বঞ্চিত হয় অস্ট্রেলিয়া।

ম্যাচের ৭৪ মিনিটে ডান হাতের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন অ্যান্ড্রু ন্যাবুট। তার বদলি হিসেবে মাঠে নামেন স্ট্রাইকার টমি জুরিক। এরপর একেরপর এক আক্রমণ চালাতে থাকে দুই দল। তবে দুই দলের ডিফেন্সের কারণেই আক্রমণের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় দু’দল। এরপর ম্যাচের ৮২ মিনিটে জ্যাকসন ইরভাইনের বদলি হিসেবে টম রোগিককে মাঠে নামান অস্ট্রেলিয়ার কোচ।

ম্যাচের ৮৮ মিনিটে ডি-বক্সে সতীর্থের বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের দারুণ শট নিলেও ডেনমার্ক গোলরক্ষকের দারুণ সেভে সেই গোলের সুযোগ হারায় অস্ট্রেলিয়া। এরপর যোগ করা সময়েও আর গোল না হলে ‘ড্র’ নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর