Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সাবেক কোচকে নিল চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫

বাংলাদেশের সাবেক কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম

বাংলাদেশ ক্রিকেট দলের সাথে দুই দফায় কাজ করা শ্রীধরন শ্রীরামকে  সহকারী বোলিং কোচ হিসেবে নিয়োগ দিল আইপিএলের দল চেন্নাই সুপার কিংস। ২০২২ সালের আগস্ট থেকে সেই বছরের এশিয়া কাপ পর্যন্ত এই পদে বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করা এই কোচকে এবার দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিদের সাথে।

চেন্নাইয়ের কোচিং প্যানেলে শ্রীধরন কাজ করবেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন মাইকেল হাসি, বোলিং কনসালটেন্ট হিসেবে দেখা যাবে এরিক সিমন্সকে।

বিজ্ঞাপন

ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন প্রায় ১৮ বছর। তবে কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ভারতের হয়ে আটটি ওয়ানডে খেলা শ্রীধরনের। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবে। তার দায়িত্বকালেই ২০২১ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া।

আইপিএলে এর আগেও কাজ করার অভিজ্ঞতা আছে শ্রীধরনের। আইপিএলের সাবেক ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের সহকারী কোচ হিসেবে তার আইপিএলে পথচলা শুরু। ২০২২ সালে বাংলাদেশে আসার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং প্যানেলে ছিলেন তিনি। ২০২৪ সালের আসরে ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের সহকারী কোচ।  এর আগে অবশ্য ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ছিলেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট।

আগামী ২২ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল।একইদিনে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আইপিএল ২০২৫ চেন্নাই সুপার কিংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর