ক্রোয়েশিয়াকে শেষ করে দেবে মেসি: মাশরাফি (ভিডিও)
২১ জুন ২০১৮ ২০:৫৮ | আপডেট: ২১ জুন ২০১৮ ২১:৫৬
স্পোর্টস ডেস্ক ।।
আগের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে গোল পাননি আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। সেই ম্যাচে পেনাল্টিও মিস করেছেন লিও। বৃহস্পতিবার (২১ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে মেসিকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা মাশরাফি বিন মর্তুজা।
আগের ম্যাচে পেনাল্টি মিস করলেও মেসির ওপর আস্থা হারাচ্ছেন না মাশরাফি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে কথা বলেছেন মাশরাফি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টাইন স্ট্রাইকার দারুণ খেলা উপহার দেবেন বলে মনে করছেন ম্যাশ, ‘মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে। মিনিমান (কমপক্ষে) দুইটা অথবা হ্যাটট্রিকও হইতে পারে।’
মেসিকে নিয়ে মাশরাফির ভবিষ্যৎবাণী (ভিডিও লিংক):
https://www.facebook.com/waliul.mukto/videos/2234697689888757/
‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
সারাবাংলা/এসএন