শান্তর আক্ষেপ বাংলাদেশের ‘এলোমেলো’ ক্রিকেট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০১
দ্বিপাক্ষিক সিরিজ আর আইসিসি ইভেন্টের বাংলাদেশ দলের মধ্যে মিল খুঁজে পাওয়া দায়। ঘরের মাঠ কিংবা বিদেশের মাটিতে বাংলাদেশ যেভাবে ওয়ানডেটা খেলে, বিশ্বকাপ কিংবা বহুজাতিক কোনো টুর্নামেন্টে দেখা যায় এর ভিন্ন চেহারা। বড় আসরে কেন ছন্নছাড়া পারফরম্যান্স হয় দলের? গতকাল (সোমবার) রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, এলোমেলো ক্রিকেট খেলার কথা।
গত ওয়ানডে বিশ্বকাপে সর্বসাকুল্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেললেও আফগানিস্তানের বিপক্ষে জয়ের চেষ্টা ছাড়াই ম্যাচ হেরেছিলেন শান্তরা। এবারের চ্যাম্পিয়নস ট্রফিও শেষ হলো টানা দুই ম্যাচে হারে ব্যর্থতায়। গতকাল কিউইদের বিপক্ষে ৬ উইকেটের হারে শেষ হয়ে গেল সেমিতে খেলার সম্ভাবনাও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হয়ে গেল তাই নিয়মরক্ষার।
দ্বিপাক্ষিক সিরিজ আর আইসিসি ইভেন্টে পারফরম্যান্স দুই মেরুতে থাকার ব্যাখায় সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’
দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর গত ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। যদিও বোলাররা যথেষ্ট ভালো করেছেন। রান তাড়ায় নেমে নিউজিল্যান্ডের প্রথম দুই উইকেট ১৫ রা্নের মধ্যেই তুলে নেন তাসকিন আহমেদ আর নাহিদ রানা। তবে ব্যাটিং আর ফিল্ডিং নিয়ে বেশ হতাশ শান্ত। তিনি বলেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং–ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে।’
আগামী ২৭ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। টানা দুই হারে দুই দলই বাদ পড়েছে সেমিফাইনালের লড়াই থেকে। নিয়মরক্ষার ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দল