তবুও মুশফিক-মাহমুদউল্লাহর পক্ষে শান্তর ব্যাট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২
নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের হারে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে গেল বাংলাদেশের। সেই ম্যাচে আরও একবার ব্যাটিং ব্যর্থতায় হারে অনলে পুড়েছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে অভিজ্ঞ হয়েও সেটার ছিটেফোঁটাও দেখাতে পারেননি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বড় ইনিংস খেলা দূর, বরং পরিস্থিতি বিবেচনায় দৃষ্টিকটু শটে আউট হয়েছেন দুজনই।
মুশফিক ফিরেছেন ২ রানে স্লগ সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে। আগের ম্যাচে চোটের জন্য খেলতে না পারা মাহমুদউল্লাহও ব্যর্থ হয়েছেন। তিনিও ব্রেসওয়েলকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন শর্ট থার্ডম্যানের ও’রোর্কের হাতে। অথচ এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ।
দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হবার পরেও তাদের এমন ব্যর্থতাকে কীভাবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক? ম্যাচের পর সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর দিকে প্রশ্ন গেল, তারা দলে অটোচয়েজ কিনা, জবাবে শান্ত বলেন, ‘‘না না, এই টিমে কেউ অটোচয়েজ না। সৌম্য টপ অর্ডারে খেলে, রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য যদি খেলতো তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগতো। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ ৪-৫ ইনিংস যদি দেখেন রিয়াদ ভাই খুবই ভালো ব্যাটিং করেছে। তাই দরকার ছিল।’
দুই সিনিয়র ক্রিকেটারদের কাছে আলাদা আলাদা প্রত্যাশা অবশ্য নেই শান্তর। ব্যাটিং ব্যর্থতার দায়টাও তাই তিনি দিলেন পুরো দলকে, ‘দুই সিনিয়রকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয় দল হিসেবে আমরা ভালো খেলিনি। সিনিয়র দেখে তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে এমনও না। পুরো ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি।’
ওয়ানডেতে শেষ পাঁচ ইনিংসে কোনো ফিফটি নেই মুশফিকের। শেষ তিনটিতেই আউট হয়েছেন সিংগেল ডিজিটে। ভারতের বিপক্ষে আউট হয়েছেন গোল্ডেন ডাকে। তবে এই ডানহাতির সাম্প্রতিক ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত, বরং তার অবদানকেই বড় করে দেখতে চান তিনি, ‘মুশফিক ভাইয়ের ৪-৫ ইনিংস নিয়ে চিন্তিত ছিলাম না। কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগে আমরা দেখেছি উনি কীভাবে দলের জন্য অবদান রেখেছেন। শেষ ৩ ইনিংস হয়তো হয়নি, হতে পারে। হয়তো পরের ম্যাচে উনি কামব্যাক করবেন।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দল মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম