Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০০

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচ

রাওয়ালপিন্ডির বেরসিক বৃষ্টিতে মাঠে বল গড়ানো দূর, টসই হয়নি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের। টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ‘বি’ গ্রুপের এই ম্যাচ। একটি করে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। দুই দলের পয়েন্ট সংখ্যা এখন তিন। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে আফগানিস্তানকে। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড সর্বোচ্চ রান তাড়া করে। তাই সেমিফাইনাল নিশ্চিত করতে আজকের এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই।

বিজ্ঞাপন

ম্যাচের ফলাফল আনতে ডি/এল মেথড অনুযায়ী ওয়ানডেতে কমপক্ষে দুই ইনিংসে ২০ ওভার করে খেলা হওয়া বাধ্যতামূলক। কমপক্ষে ২০ ওভারের ম্যাচ মাঠে গড়াতে কাট অফ টাইম ছিল বাংলাদেশ সময় রাত ৮টা ৩২ মিনিট। তবে প্রবল বর্ষণে মাঠ খেলার অনুপুযুক্ত হওয়াতে আর খেলার সম্ভাবনা থাকেনি কোনো।

এই ম্যাচ পরিত্যক্ত হওয়াতে সেমির পথে অনেকটাই এগিয়ে গেল দুই দল। তবে আগামীকালের ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। যে দল হারবে সেই দল বাদ পড়বে সেমির দৌড় থেকে। জয়ী দলের সামনে অবশ্য সুযোগ থাকবে শেষ ম্যাচ জিতে সেমিতে ওঠার। তবে সেক্ষেত্রে বিবেচনায় আসতে পারে নেট রান রেট।

অজি ও প্রোটিয়ারা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে উঠে যাবে সেমিফাইনালে। এমনকি ‘বি’ গ্রুপের শেষ দুটি ম্যাচ পরিত্যক্ত হলেও এই দুই দলই খেলবে সেমিতে। অবশ্য নিজেদের শেষ ম্যাচে এই দুই দল হারলে, আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের সামনে থাকবে সেমি নিশ্চিত করার সুযোগ। সেক্ষেত্রে সেই ম্যাচের জয়ী দলকে জিততে হবে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে।

বিজ্ঞাপন

নেট রান রেটে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ২.১৪০ নেট রান রেট তাদের। অজিদের নেট রান রেট ০.৪৭৫।  ওদিকে ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই হারিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর