Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বস্তির জন্য ব্রাজিলকে জিততে হবে


২১ জুন ২০১৮ ২২:৩৮

জাহিদ হাসান এমিলি

প্রথম ম্যাচে বিশ্বকাপের ফেভারিট দলগুলো সবাই খারাপ করেছে। ফ্রান্সও যে খুব ভালো খেলেছে বলা যাবে না। তবে ব্রাজিলের সামনে পরীক্ষার ম্যাচ কোস্টারিকার বিপক্ষে। প্রথম ম্যাচ সার্বিয়ার কাছে হেরে কোস্টারিকা অনেকটাই ব্যাকফুটে। তাই ব্রাজিল এ ম্যাচে মানসিক দিক থেকে এগিয়ে থাকবে তা বলাই বাহুল্য।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ছোট দলগুলো বড় দলগুলোর বিপক্ষে ভালো করেছে। আসলে কথা হলো- আমরা যখন পরীক্ষা দেই প্রথম পরীক্ষাটা একটু ভয়েই কাটে। প্রস্তুতিও নেই বেশি। তবে পরের পরীক্ষাগুলো তুলনামূলক সহজতর হয়। তেমনটাই ঘটছে এই বিশ্বকাপে। ছোটদলগুলো পরের ম্যাচগুলোতে হারছে। আর তাছাড়া ব্রাজিল প্রথম ম্যাচে খারাপ খেলেছে বলা যাবে না।

সুইজারল্যান্ডকে অসংখ্যবার চেপে ধরেছে ব্রাজিল। গোলটাই পায় নি। তাই কোস্টারিকার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে নেইমার-কুতিনহোরা। পরের রাউন্ডে স্বস্তি নিয়ে যেতে তাদের তিন পয়েন্ট দরকার। তাহলে শেষ ১৬ নিশ্চিত করতে সমস্যা হওয়ার কথা না পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের।

আমার কাছে মনে হয় কুতিনহো আর জেসুসকে বেশি ভালো খেলতে হবে। যেহেতু নেইমারের খেলা নিয়ে জল্পনা –কল্পনা আছে। তাই আমার কাছে মনে হয় ব্রাজিলের এই দুজন ফুটবলারকে ভালো করতে হবে। তাছাড়া মার্সেলো আর উইলিয়ান সঙ্গে ফিরমিনহোও ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ রাখে। ম্যাচ উইনিং হিসেবে জেসুস আর কুতিনহোকে দায়িত্ব পালন করতে হবে বেশি।

কোস্টারিকার চাওয়া পাওয়ার কিছু নেই। তারপরেও একটা বাধা তৈরি করতে পারে। চেষ্টা করবে। তবে, তিতের শিষ্যরা যেভাবে তেতিয়ে আছে তাতে জয়টা তারাই বগলদাবা করবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর