বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১০
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতোমধ্যেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলা বাংলাদেশ হেরেছে দুটিতেই। আগামীকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে অনেকটা নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানেরও সেটা টুর্নামেন্টের শেষ ম্যাচ। এই ম্যাচকে ঘিরে শঙ্কা।
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। গতকাল এই রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টির প্রকোপে ম্যাচে টস করাও সম্ভব হয়নি। বৃষ্টির সম্ভবনা আছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিতেও।
স্থানীয় সময় বেলা দুইটায় ম্যাচ শুরু হওয়ার কথা। বিবিসি ওয়েদার বলছে, স্থানীয় সময় দুইটা অর্থাৎ ম্যাচ শুরুর সময় রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভবনা ৬৪ শতাংশ, যা পরবর্তীতে বেড়ে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অ্যাকুওয়েদার অনুযায়ী, ম্যাচের দিন বৃষ্টির সম্ভবনা ৭৫ শতাংশ।
বৃষ্টির এই শঙ্কা সত্যি হলে ম্যাচে তার প্রভাব পড়বে স্বাভাবিকভাবেই। ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।
এই ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনালের সমীকরণে অবশ্য তার কোনো প্রভাব পড়বে না। দুই ম্যাচ জিতে এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। সেই সঙ্গে গ্রুপের অপর দুই দল বাংলাদেশ ও পাকিস্তানের বিদায় নিশ্চত হয়ে গেছে।
সারাবাংলা/এসএইচএস