Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাহলে কি বলব শুধুমাত্র অংশগ্রহণ করতে এসেছি?- প্রশ্ন সালাউদ্দিনের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০১

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি আমরা। তবে মাঠের খেলায় সেভাবে এগুতে পারেনি বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে শান্তর দলের। তাতে শান্তর সেই কথাটা আলোচিত হচ্ছে বারবার। চ্যাম্পিয়ন হতে গিয়ে এমন হতশ্রী পারফরম্যান্স!

বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন শান্তর কথার পক্ষে যুক্তি তুলে ধরলেন। টুর্নামেন্টে টার্গেটের কথা জিজ্ঞেস করা হলে একজন অধিনায়ক তো বলতে পারেন না শুধুমাত্র অংশ নিতে যাচ্ছি। চ্যাম্পিয়ন হওয়ার কথা বলবেন এটাই তো স্বাভাবিক। এমনটাই বললেন সালাউদ্দিন।

বিজ্ঞাপন

আগামীকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন সালাউদ্দিন। শান্তর সেই কথার প্রেক্ষিতে প্রশ্ন উঠল সালাউদ্দিনের ব্যাখ্যা, ‘যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি কী বলব? আমি অংশ নিতে এসেছি এই কথা বলব? সে (শান্ত) লিডার, অধিনায়ক। সে যদি স্বপ্ন না দেখে আমরা কীভাবে দেখব? আমিও বলব চ্যাম্পিয়ন হতে এসেছি। পারি বা না পারি। আমি কি বলব অংশগ্রহণ করতে এসেছি? সিম্পল জিনিস।’

টুর্নামেন্টে এমন বাজে পারফর্মের একটা কারণ হিসেবে প্রস্তুতি ঘাটতির কথা উল্লেখ করেছেন সালাউদ্দিন। টুর্নামেন্ট শুরুর আগে অন্য দলগুলো যখন ওয়ানডে সিরিজ খেলে প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ তখন ভিন্ন ফরম্যাটের ক্রিকেট নিয়ে ব্যস্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে বিপিএল খেলেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। অর্থাৎ ওয়ানডে টুর্নামেন্টের আগে বাংলাদেশি ক্রিকেটাররা টানা টি-টোয়েন্টি খেলেছেন। বিষয়টি প্রস্তুতি ঘাটতি তৈরি করেছে, মনে করছেন সালাউদ্দিন।

বিজ্ঞাপন

বাংলাদেশ কোচ বলেন, ‘এই টুর্নামেন্টের আগে ৫ দল অনেক ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। ত্রিদেশীয় সিরিজ হয়েছে পাকিস্তানে, ভারত-ইংল্যান্ড সিরিজ খেলেছে। আমরা কিন্তু তা পারিনি। বিপিএলের ২ দিন পর ফ্লাই করতে হয়েছে। প্ল্যানের জন্য আসলে প্লেয়ার না শুধু, ম্যানেজমেন্টকেও চিন্তা করতে হবে। সবকিছুর সমন্বয়ে পারফরম্যান্স আসতে পারে। সবকিছু বসে গুছিয়ে পরিকল্পনা করে এগোতে পারলে আমাদের জন্য ভালো হবে।’

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

বিজ্ঞাপন

শেষবেলায়ও জমেনি মেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

আরো

সম্পর্কিত খবর