অবিশ্বাস্য জয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিল আফগানিস্তান
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৫২
অবিশ্বাস্য, অবিস্মরণীয়, ইতিহাস! রীতিমতো তাক লাগিয়ে দিলো আফগানিস্তান ক্রিকেট দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছেন আফগানরা। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের!
আগে ব্যাটিং করে ৩২৫ রানের বিশাল সংগ্রহ গড়েন আফগানরা। পরে ইংল্যান্ড থেমেছে ৩১৭ রানে। ৮ রানের অবিস্মরণীয় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌড়ে টিকে রইল আফগানিস্তান।
দুই দলই তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা হেরেছে। ফলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আজ জিততেই হতো। এমন সমীকরণের ম্যাচে আফগানরা যে ইংলিশদের হারিয়ে দেবেন এই কথা ক’জনই বা ভেবেছিলেন!
গত ওয়ানডে বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। সেই জয়ের অনুপ্রেরণা থেকেই বাড়তি আত্মবিশ্বাসী ছিলেন হয়ত রশিদ খান, মোহাম্মদ নবিরা! ইংল্যান্ডকে বিদায়ই করে দিলেন আফগানরা। এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটি ইংল্যান্ডের জন্য কেবল আনুষ্ঠানিকতাই।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩২৫ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডকে অবশ্য জয়ের পথে রেখেছিলেন জো রুট। ওপেনার ফিল সল্ট (১২) ও তিনে নামা জেমস স্মিথ (৯) ফিরেছেন শুরুতেই। তবে তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন জো রুট।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডাকেট ৩৮ রান করে ফেরেন। এরপর হ্যারি ব্রুকস ও অধিনায়ক জস বাটলার সঙ্গ দিয়েছেন রুটকে। দুজনই উইকেটে সেট হয়েছিলেন বটে কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি একজনও। ২১ বলে ২৫ রান করে ফিরেছেন ব্রুকস। আর বাটলার ৪২ বলে ৩৮ রান করে ফিরেছেন।
তবে রুট অবিচলই ছিলেন। শেষ দিকে জেমি ওভেরটন দারুণ সঙ্গ দিয়েছেন রুটকে। ২৮ বলে ৩২ রান করে ফিরেছেন ওভেরটন। ইংলিশ ব্যাটারদের বেশ কয়েকজনই ক্রিজে সেট হয়েছিলেন। কিন্তু ক্রিজে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ। তাই সব চাপ এসে পড়েছিল রুটের ওপর। অভিজ্ঞ রুট সেই চাপ কাটিয়ে ইংল্যান্ডকে জেতাতে পারেননি।
৪৬তম ওভারে দলের রান যখন ২৮৭ তখন ফিরেছেন অভিজ্ঞ রুট। তার আগে ১১১ বল খেলে ১১টি চার ১টি ছয়ে ১২০ রান করেন রুট। শেষ দিকে পরপর উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এক বল বাকি থাকতে ৩১৭ রানে গুটিয়ে দেছেন ইংলিশরা। আফগানিস্তানের পক্ষে একাই ৫ উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি।
এর আগে আফগানদের বিশাল স্কোর এনে দেওয়ার নায়ক ইব্রাহিম জাদরান। ৩৭ রানে তিন উইকেট হারিয়ে শুরুতে ধুঁকছিল আফগানিস্তান। সেখান থেকে প্রথমে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে নিয়ে প্রতিরোধ ইব্রাহিমের। পরে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে দলকে নিয়েছেন ভালো অবস্থানে। শেষ দিকে মোহাম্মদ নবি দাঁড়ালে শক্ত স্কোর পেয়েছে আফগানিস্তান।
৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে আফগানিস্তান। ইব্রাহিম ১৪৫ বল খেলে ১২টি চার ৬টি ছয়ে ১৭৭ রান করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের রেকর্ড এটা। ওয়ানডেতে আফগানিস্তানের পক্ষেও ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এটা।
৬৭ বলে ৪০ রান করেছেন অধিনায়ক শাহিদি। ৩১ বলে ৪১ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই। শেষ দিকে মোহাম্মদ নবি মাত্র ২৪ বলে ২টি চার ৩টি ছয়ে ৪০ রান করে আফগানিস্তানকে তিনশর ওপারে নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন জোফরা আর্চার। ২ উইকেট নিয়েছেন লিয়াম লিভিংস্কোন।
সারাবাংলা/এসএইচএস