বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫
সকাল থেকেই রাওয়ালপিন্ডিতে তুমুল বৃষ্টি। বেরসিক বৃষ্টির তোড়ে ভেসে গেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ। টানা বর্ষণে টস পর্যন্ত হয়নি এই ম্যাচের। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা হয়েছে এই ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হলো দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা।
যদিও এই পয়েন্ট ভাগাভাগির পর ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় তেমন কোনো পরিবর্তন আসছে। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই হেরেছে এই তাদের বিপক্ষে। অবশ্য বাংলাদেশের ওপর অনেকটা নির্ভর করছিল হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা পাকিস্তানের সেমির ভাগ্য। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর পাকিস্তানকে নিয়েই বাদ পড়ে যায় বাংলাদেশ।
আগামী রোববার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। সেমিতে সেই ম্যাচের জয়ী দলের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার আপ দল।
‘এ’ গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের পয়েন্ট ১ হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলেন নাজমুল হোসেন শান্তরা।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দল