Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ সুইজারল্যান্ডের প্রতিপক্ষ সার্বিয়া


২২ জুন ২০১৮ ১০:০২

স্পোর্টস ডেস্ক ।।

আগের ম্যাচে কোস্টারিকার কাছে ১-০ গোলে হেরেছে সার্বিয়া। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২২ জুন) সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

এবারের আসরের শুরুটা ভালো হয়নি তাদের। সার্বিয়া বিশ্বকাপ আসরে অংশ নিলেও আগের মতো আর পরাশক্তি নেই দলটির।
সার্বিয়ার অভিজ্ঞ তারকারা অবসর নেওয়ায় কার্যত একঝাঁক তরুণ ও প্রতিভাবান ফুটবলারকে নিয়ে দল সাজিয়েছেন কোচ মিলাদেন ক্রাস্টাজিচ। তবে, মধ্যমাঠে নেমানিয়া মাতিচ ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগে অন্যতম ভরসা। আরও আছেন ব্রানিস্লাভ ইভানোভিক, আলেকজান্ডার কোলারভরা, চোখ থাকবে লাজিওর মিডফিল্ডার মিলিনকোভিচের ওপর। এই মৌসুমে দারুণ ফর্মে ছিলেন তিনি।

বিশ্বকাপে সার্বিয়া ১১ বার অংশ নিয়ে দুইবার খেলেছে শেষ চারে। দেশটি প্রথম বিশ্বকাপে (১৯৩০ সালে) অংশ নিয়েছিল। তবে, গতবার ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। সার্বিয়ার সেরা সাফল্য চতুর্থ স্থান (১৯৩০, ১৯৬২ সাল)।

অন্যদিকে, সুইজারল্যান্ড ছেড়ে কথা বলবে না। আগের ম্যাচে ১-১ গোলে ড্র করে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়েছিল তারা। ফুটবলের বড় আসরে নিয়মিত মুখ সুইসরা। গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার কাছে অন্তিম সময়ে হেরে বিদায় নিতে হয়েছিল। সেবার নিজেদের সামর্থ্য জানান দিয়েছিল ভালোমতোই।

এবারও সেই রক্ষণই তাদের মূল ভরসা। আক্রমণে গ্রানিত শাকার সঙ্গে বড় অস্ত্র সেই পুরনো জের্দান শাকিরি। জাতীয় দলের হয়ে বরাবরই উজ্জ্বল, এই দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। আর তা থেকেই সুইসদের স্ট্রাইকার দৈন্য বোঝা যায়। তবে, সাফিরোভিচ, এমব্রিলোরা থাকলেও ভালো একজন স্ট্রাইকারের জন্য তাদের হাপিত্যেশ অনেক দিনের।

বিজ্ঞাপন

বিশ্বকাপে সুইজারল্যান্ড খেলেছে ১০ বার। বিশ্বমঞ্চে দেশটি প্রথম অংশ নেয় দ্বিতীয় বিশ্বকাপে ১৯৩৪ সালে। সুইসদের সেরা সাফল্য, কোয়ার্টার ফাইনাল ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪ সালে।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর