দিল্লি ক্যাপিটালসের মেন্টর কেভিন পিটারসেন
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৭
আইপিএলের আগামী আসরের জন্য কেভিন পিটারসেনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি কাপিটালস। পেশাদার ক্রিকেট ছাড়ার পর বিভিন্ন টুর্নামেন্ট ও আন্তর্জাতিক সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
দিল্লি ক্যাপিটালসের কোচিং প্যানেলে প্রধান কোচ হেমাং বাদানি, ক্রিকেট ডিরেক্টর ভেনুগোপাল রাও, সহকারী কোচ ম্যাথু মট ও বোলিং কোচ মুনাফ প্যাটেলের সাথে কাজ করবেন পিটারসেন। কোচিং প্যানেল তৈরি থাকলেও এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের মেগা নিলামের আগে রিশাভ প্যান্টকে ছেড়ে দেয়ায় নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে দিল্লির। আইপিএলে অবশ্য দিল্লির সাথে পিটারসেনের পথচলার অভিজ্ঞতা বেশ পুরনো। ২০১৪ সালে দিল্লির তৎকালীন ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারেডভিলসের হয়ে খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার। এর আগে ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও নেতৃত্ব দিয়েছেন তিনি।
দিল্লির বর্তমান পরিচালনা পর্ষদের সাথেও বেশ ভালো সম্পর্ক পিটারসেনের। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ জিএমআর গ্রুপকে ২০২৪ সালে কাউন্টি দল হ্যাম্পশায়ারকে কিনতে সাহায্য করেছিলেন পিটারসেন। সেই সূত্রেই পিটারসেনকে এবার দেখা যাবে দিল্লির মেন্টর হিসেবে।
এখন পর্যন্ত ১৭ মৌসুমে দিল্লির ফ্র্যাঞ্চাইজি কেবল একটি ফাইনাল খেলেছে। সেবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে জেতা হয়নি শিরোপা। আগামী ২৪ মার্চ নিজেদের প্রথম ম্যাচে দিল্লির প্রতিপক্ষ লখণৌ সুপারজায়ান্টস।
সারাবাংলা/জেটি