Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা ভুল থেকে শিক্ষা নেবো: শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫২

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। আজ তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে এই ম্যাচটাও পরিত্যক্ত হয়ে গেল। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা এক কথায় হতাশায় ভরা। আগের মতো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেই একই কথা- আমরা ভুল থেকে শিক্ষা নেবো!

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। ম্যাচটা মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ সময় বেলা ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচে টসই হয়নি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, তিনি খুবই করেই চেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা মাঠে গড়াক। শান্ত বলেন, ‘আমি ভীষণ হতাশ। আমরা সত্যিই এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম। কিন্তু আবহাওয়া নিয়ে তো আর কিছু করার নেই।’

বাংলাদেশ দুই ম্যাচে হেরেছে ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচেই রান তাড়ায় প্রতিপক্ষকে ৪৭ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হয়েছে। প্রতিপক্ষ সহজে জিততে পারেনি, এটাকে স্বস্তি মনে করছেন শান্ত। বলেছেন, ‘আমরা আগের দুটি ম্যাচে যেভাবে লম্বা সময় পর্যন্ত খেলা টেনে নিয়ে গিয়েছিলাম, তা আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক ছিল। আশা করি, আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পারব। আমরা একটি যথাযথ পরিকল্পনা তৈরি করব এবং সেটা কার্যকর করব।’

বোলিং বিভাগের প্রসংশা করেছেন শান্ত। বলেছেন, ‘আমরা অতীতে সব সময় ফাস্ট বোলিং ইউনিট নিয়ে ভোগান্তিতে পড়েছি। কিন্তু গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার উঠে এসেছে। দেশে কয়েকজন ফাস্ট বোলার খুবই ভালো করছে। তাসকিন (আহমেদ) অনেক ভালো করছে, (নাহিদ) রানা এসেছে। ফিজ (মোস্তাফিজুর রহমান) আছে। আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে। আমি আশা করি, তারা নিজেদের কাজটা করে যাবে এবং দলের জন্য সেরাটা দেবে।’

বাংলাদেশ ব্যাটিং নিয়ে ভুগছে অনেক আগে থেকেই। ডট বল খেলার দুর্বলতা কাটিয়ে উঠতে পারছেন না ব্যাটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা আরও বেশি করে ফুটে উঠেছে। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৮১টি ডট বল খেলেছেন বাংলাদেশি ব্যাটাররা। অর্থাৎ প্রায় ৩০ ওভার!

বিজ্ঞাপন

সঠিক অনুশীলনে এসব কাটিয়ে উঠতে হবে, বলেছেন শান্ত, ‘আমাকে নেটে সঠিকভাবে ব্যাটিং অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি, ছেলেরা বুঝতে পারবে আমাদের কী করা দরকার।’

আজকের ম্যাচ পরিত্যক্ত হওয়াতে পাকিস্তানের ‍ওপরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল বাংলাদেশ। দুই দলই গ্রুপ পর্বে কোনো জয় পায়নি। তবে বাংলাদেশ রানরেটের হিসেবে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর