Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনও যেভাবে আশা বেঁচে আছে আর্জেন্টিনার


২২ জুন ২০১৮ ১১:৩৮ | আপডেট: ২২ জুন ২০১৮ ১১:৫১

স্পোর্টস ডেস্ক ।।

ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারার পরও কাগজে কলমে বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি আর্জেন্টিনার। শেষ ম্যাচে এখন নাইজেরিয়াকে শুধু হারালেই হবে না, অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে। দুই ম্যাচে ক্রোয়েশিয়ার পয়েন্ট ৬, আর্জেন্টিনার ১। আর এক ম্যাচ করে খেলে আইসল্যান্ডের ১, নাইজেরিয়ার ০। আজ নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচের ওপর নির্ভর করবে আর্জেন্টিনার পরের পর্বে যাওয়ার সম্ভাবনা।

বিজ্ঞাপন

এই ম্যাচে যা হতে পারে:

পরিস্থিতি ১: যদি আইসল্যান্ড জেতে তাহলে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে। আবার আইসল্যান্ডকেও হারতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেই সঙ্গে গোল ব্যবধানেও এগিয়ে থাকতে হবে।

পরিস্থিতি ২: আইসল্যান্ড-নাইজেরিয়ার ম্যাচ ড্র হলেও নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে। ওদিকে আইসল্যান্ড ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করতে হবে বা হারতে হবে।

পরিস্থিতি ৩: আইসল্যান্ড-নাইজেরিয়ারের ম্যাচে নাইজেরিয়া জিতলে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে। আর ক্রোয়েশিয়ার সঙ্গে আইসল্যান্ড যদি জেতে, তাহলে তাদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে।

গ্রুপ ‘ডি’র পয়েন্ট টেবিল:

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর