Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো ম্যাচ না জিতেও শান্তরা পাচ্ছেন ৩ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৫

কোনো জয় ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি শেষ করেছে বাংলাদেশ

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অর্জন কী? এক কথায় বললে কিছুই না। ভারতের পর নিউজিল্যান্ডের কাছেও অসহায় আত্মসমর্পনে বাদ পড়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচটাও মাঠে গড়ায়নি বৃষ্টির বাগড়ায়। এর বাইরে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে, সেটা চ্যাম্পিয়নস ট্রফির অর্থ পুরস্কার। কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশের জন্য আপাতত বরাদ্দ হচ্ছে সোয়া ৩ কোটি টাকা। এই পরিমাণ বাড়তেও পারে গ্রুপ পর্বের সকল খেলা শেষ হওয়ার পর।

বিজ্ঞাপন

‘এ’ গ্রুপ থেকে সেমি নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ-পাকিস্তান দুই দলই হেরেছে তাদের বিপক্ষে। কোনো ম্যাচ না জিতলেও পাকিস্তানের চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ আসর শেষ করেছে তৃতীয় অবস্থানে থেকে। আইসিসির পূর্ব ঘোষিত প্রাইজমানি অনুযায়ী বাংলাদেশ পাবে ৩ কোটি ২১ লাখ টাকা।

এই মুহূর্তে দুই গ্রুপের সম্মিলিত পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান সপ্তম। এই অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলে বাংলাদেশ পাবে ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা। এর সাথে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ প্রাইজমানি বরাদ্দ হয়েছে ১ কোটি ৫১ লাখ ৪ হাজার টাকা।

এই অর্থ পুরস্কার আরও বাড়তেও পারে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ হওয়ারও সুযোগ আছে বাংলাদেশের। টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া ইংল্যান্ডের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ১ মার্চ অনুষ্ঠেয় ম্যাচে ইংল্যান্ড হারলে তারা আসরের অষ্টম দল হবে, বাংলাদেশ হবে ষষ্ঠ। আর ষষ্ঠ দলের পুরস্কার ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। ইংল্যান্ড হেরে গেলে কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাবে ৫ কোটি ৭৩ লাখ ৯২ হাজার টাকা।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৪
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫০

আরো

সম্পর্কিত খবর