লিজেন্ডস লিগে তামিমের প্রতিপক্ষ সাকিব
১ মার্চ ২০২৫ ১৩:২২
টেস্ট আর টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ওয়ানডে ফরম্যাট থেকে এখনও অবসর নেননি সাকিব আল হাসান। তবুও সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন তিনি। একই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাকিব খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে, তামিম থাকবেন বাংলা টাইগার্সের জার্সিতে।
পাঁচ দলের এই টুর্নামেন্ট রাজস্থানে শুরু হচ্ছে আগামী ১০ মার্চ থেকে। বাংলা টাইগার্সের অধিনায়কত্ব করবেন মোহাম্মদ আশরাফুল। সাকিব-তামিমের দুই দলের মুখোমুখি লড়াইটা হবে আগামী ১২ মার্চ।
লিজেন্ডস লিগের মিডিয়া পার্টনার স্পোর্টসকিডার এক পোস্টের মাধ্যমে জানা গেছে, শুরুতে সাকিব প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন বাংলা টাইগার্সের। কিন্তু কেন তাকে অন্য দলে খেলতে হচ্ছে, এ নিয়ে কিছু খোলাসা করেনি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতেও রেজিস্ট্রেশন করেছিলেন সাকিব, তাকে দলেও নেয় লিজেন্ডস অফ রুপগঞ্জ। কিন্তু পরবর্তীতে সাকিব নিজেই তাদের অনুরোধ করেন সেটা প্রত্যাহার করে নিতে।
এর আগে দেশের মাটিতে শেষ করতে চেয়েছিলেন টেস্ট ক্যারিয়ার। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং দলটির প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য হওয়াতে পরিবর্তিতে প্রেক্ষাপটে তিনি আর দেশে ফিরতে পারেননি। কদিন আগে নিষিদ্ধ ঘোষিত হয়েছে তার বোলিং অ্যাকশনও। আন্তর্জাতিক ক্যারিয়ারও থেমে আছে তাই।
সাকিব-তামিমদের এই টুর্নামেন্টে বাকি তিনটি দল আফগান পাঠানস, শ্রীলংকান লায়ন্স ও ইন্ডিয়ান রয়্যালস। পাঁচ দল থেকে চারটি খেলবে প্লে অফ। ফাইনাল আগামী ১৮ মার্চ।
সারাবাংলা/জেটি