Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমার শুরু থেকেই খেলবেন কোস্টারিকার বিপক্ষে


২২ জুন ২০১৮ ১৩:০৪ | আপডেট: ২২ জুন ২০১৮ ২০:০৫

স্পোর্টস ডেস্ক ।।

সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বেশ কয়েকবার ফাউলের শিকার হয়েছিলেন ব্রাজিল তারকা স্ট্রাইকার নেইমার। দু’দিন আগে অনুশীলনে নেমেও গোড়ালিতে ব্যাথা অনুভব করেন তিনি। শুক্রবার (২২ জুন) কোস্টারিকার বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে কি না তা নিয়েও শঙ্কা ছিল। তবে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগেই ব্রাজিল কোচ তিতে জানিয়ে দিয়েছেন, ম্যাচের শুরু থেকেই মাঠে নামবেন নেইমার

গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। শুক্রবার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতেই মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে ইনজুরিতে পড়েন নেইমার।  এরপর, পিজিও চিকিৎসার পর আবারো অনুশীলনে নেমেছেন ব্রাজিলের এই সেনসেশন।

সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে তিতে জানান, ‘হ্যাঁ, ত্যাগের কিছুই নেই। ও (নেইমার) খেলবেই। আমি কখনও চাইব না নেইমারের মতো ফুটবলার মাঠের বাইরে থাকুক।’

আর যাই হোক, ম্যাচ জয়ই তিতের একমাত্র লক্ষ্যে, ‘এটা বিশ্বকাপ আসর, আমরা জিততে চাই। কিন্তু একজন কোচ কখনোই খেলোয়াড়কে বিপদে ফেলতে পারেন না। তবে স্বাস্থ্য ও সততা নিয়ে কোনো আপোস চলবে না।’

নেইমারের কাছ থেকেই সেরা খেলাটাই দেখতে চান ব্রাজিল কোচ, ‘আমরা শান্ত আছি। ন্যূনতম পাঁচটি ম্যাচে ওকে (নেইমার) সম্পূর্ণ ফিট থাকতে হবে এবং এজন্যই সে নিজেকে তৈরি করে।’

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে থিয়াগো সিলভাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন তিতে। তবে এই ম্যাচে জয় তুলে নিতেই মাঠে নলামবে নেইমার-জেসুসরা।

জয়ের খোঁজে মাঠে নামবে ব্রাজিল

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর