Sunday 02 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে নামার আগে পারিশ্রমিক নিয়ে ভাবতে হচ্ছে তামিম-মোসাদ্দেকদের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ২১:৫৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) মাঠের খেলা শুরু হতে যাচ্ছে আগামী পরশু। আজ হয়ে গেল আনুষ্ঠানিক ফটোসেশন ও ট্রফি উন্মোচন। ট্রফি উন্মোচন আয়োজনে ১২ দলের অধিনায়কই উপস্থিত। বিষয়টিকে বেশ ইতিবাচকই বলতে হবে। ট্রফি উন্মোচনে পারিশ্রমিক নিয়ে কথা তুললেন অধিনায়করা।

দেশের ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো না পাওয়ার ঘটনা খবরের শিরোনাম হয় মাঝে মধ্যেই। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক ইস্যু নিয়ে অনেক বিবৃতকর ঘটনা ঘটেছে। এসব কারণেই হয়ত টুর্নামেন্ট শুরুর একদিন আগে পারিশ্রমিক ইস্যু নিয়েও বাড়তি ভাবতে হচ্ছে ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের ট্রফি উন্মোচনে মঞ্চ তৈরি দেখা গেল। সেখানে বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কর্তাদের সঙ্গে মঞ্চে উঠলেন ১২ দলের অধিনায়করা। গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৌকত প্রথমে ট্রফি নিয়ে মঞ্চে আসেন।

ফটোনেশন শেষে অধিনায়কদের হাতে মাইক্রোফোন দেওয়া হয় অভিব্যক্তি জানাতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল প্রথমে কথা বলেন। তামিম প্রথম কথাতেই পারিশ্রমিকের বিষয়টি সামনে আনেন।

বলেছেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগকে আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড। তবে আমার কাছে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার… খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, সব ঠিক আছে… কিন্তু ক্রিকেটারদের পেমেন্ট যেন নিশ্চিত করে সব ক্লাব। প্রতিটি ক্রিকেটার যেন পারিশ্রমিক পায়। এটাই আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

‘আমরা সবাই জানি, এখন আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন আগের চেয়ে। সবদিক থেকেই, বিপিএল বলেন, এই লিগ, ক্রিকেটারদের ভুগতে হয়েছে অনেক। আমি আশা করব, ক্লাবগুলি যে কমিন্টমেন্ট করেছে, ক্রিকেটাররা যেন সেই টাকা পায়। আমার কাছে, এটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। অবশ্যই চাইব খেলাটা ভালো হোক, আম্পায়ারিং নিয়ে যেসব অভিযোগ থাকে, বোর্ড যেন খেয়াল রাখে। তবে আবারও বললাম, তবে আমার কাছে সবকিছুর ওপরে থাকবে, ক্রিকেটাররা যেন পারিশ্রমিক ঠিকমতো পায়।’- যোগ করেছেন তামিম।

আগের মৌসুমগুলোর তুলনায় এবারের ডিপিএলে কম অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা। আগের চেয়ে অনেক কম অর্থে ক্রিকেটারদের চুক্তি করেছে দলগুলো। ক্রিকেটাররা যে ছাড় দিচ্ছেন তবুও যেন পুরো টাকাটা পাওয়া যায়, মোসাদ্দেক হোসেন বলেছেন এমন কথা।

আবাহনী অধিনায়ক বলেন, ‘ক্রিকেটাররা এবার অনেক ত্যাগ স্বীকার কারেছে। যে পরিমাণ অর্থ পাওয়ার কথা, সেখান থেকে অনেক ছাড় দেওয়া হয়েছে। যে পরিমাণ টাকা ঠিক করা হয়েছে, অন্তত সেই পরিমাণটুকু যেন সবাই পায়।’

সারাবাংলা/এসএইচএস

ডিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর