Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল বয়কটের ডাক ইনজামামের

স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৫ ১৫:৩৯

সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম উল হক

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাবই সবচেয়ে বেশি। ক্রিকেটের জনপ্রিয়তা, সবচেয়ে বড় দর্শক-সমর্থকের ঘাঁটি; সর্বোপরি ক্রিকেটের সবচেয়ে বড় বাজারও ভারতেই। দীর্ঘদিন ধরে যার অন্যতম অংশীদার হয়ে আছে আইপিএল। যেখানে বসে ক্রিকেটারদের মিলনমেলা। এদিকে ভারতের এই প্রভাবের জেরে বেশ চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। আজ (রবিবার) রীতিমতো আইপিএল বয়কটের ডাক দিয়েছেন তিনি।

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি হলেও কেবলমাত্র ভারতের জন্যই আলাদা করে ব্যবস্থা করতে হয়েছে দুবাইতে। যেখানে বাকি দলগুলো বিভিন্ন ভেন্যুতে খেলে বেড়াচ্ছে, সেখানে ভারতই শুধু এক জায়গায় স্থির। মূলত পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক বৈরিতার জন্যই আইসিসিকে এই পথে হাঁটতে হয়েছে। এমনকি আজ চলমান ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষে ‘বি;’ গ্রুপ থেকে কারা ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে, সেটা জানার জন্য দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া দুই দলকেই ভ্রমণ করতে হয়েছে দুবাইতে। কারণ ভারতের সবগুলো ম্যাচই হচ্ছে দুবাইতে।

বিজ্ঞাপন

এ নিয়ে পাকিস্তানের এক টিভি চ্যানেলে ইনজামাম বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির কথা ভুলে যান। ভারতের ক্রিকেটাররা অন্যান্য কোনো লিগে খেলে না, তাদের খেলতে দেয়া হয় না। কিন্তু অন্যান্য দেশের বড় বড় ক্রিকেটাররা ঠিকই সেখানে খেলতে যায়। অন্য ক্রিকেট বোর্ডগুলোর এখানে কিছু করা উচিত, তাদের ক্রিকেটারদের আইপিএলে আর যেতে দেয়া উচিত না। যদি না ভারত তাদের ক্রিকেটারদের বিদেশি লিগগুলোতে খেলতে দেয়।’

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ইনজামাম-উল-হক পাকিস্তান ক্রিকেট দল ভারত ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর