Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়ন্ত ফিলিপস, ৩০০-তম ম্যাচে ব্যর্থ কোহলি

স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৫ ১৫:৫৯

১১ রানে আউট হয়ে ফিরছেন বিরাট কোহলি

৩০০তম ওয়ানডে, মাইলফলকের ম্যাচ তাও চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় মঞ্চে। উপলক্ষ্যটা আরও বিশাল হয়ে ওঠে, যখন এই শব্দগুলোর সাথে জুড়ে যায় বিরাট কোহলির নাম। চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইতে আজ (রবিবার) নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। একইসাথে এই ম্যাচটা কোহলির ক্যারিয়ারের ৩০০-তম ওয়ানডে। সব মিলিয়ে ২২তম ও সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ নম্বর ওয়ানোডেটা খেলতে নেমেছেন তিনি।

কিন্তু মাইলফলকের এই ম্যাচে কোহলিকে ফিরতে হলো ১৪ বলে মাত্র ১১ রানে। শুবমান গিলের বিদায়ের পর তিনে নেমে আগের ম্যাচে সেঞ্চুরি করা কোহলি রানের খাতা খুলেছেন মিড অনে চার মেরে। পরের চারটা মেরেছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। অবশ্য অফ স্টাম্পের বাইরের পিচ করা বলে খেলা সেই শটে কোহলির যে খুব একটা নিয়ন্ত্রণ ছিল এমনটাও নয়। ম্যাট হেনরির করা সেই ওভারের পরের বলেই থামতে হলো ডানহাতি এই ব্যাটারকে।

বিজ্ঞাপন

অফ স্টাম্পের বাইরের সেই বলে স্কয়ার কাট খেললেন সপাটে। ব্যাকওয়ার্ড পয়েন্ট দাঁড়িয়ে থাকা গ্লেন ফিলিপস দারুণ রিফ্লেক্সে ঝাপিয়ে পড়লেব ডানদিকে। এক হাতে তড়িৎগতিতে ধরলেন সেই ক্যাচ। ফিলিপসের ক্যাচ দেখে বিস্ময়ে নিজেও কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন কোহলি। শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হলো তাকে।

১৩ ওভার শেষে টসে হেরে ব্যাট করতে নামা ভারতের সংগ্রহ ৪৪/৩।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ গ্লেন ফিলিপস বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর