ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে হেনরি যেখানে প্রথম
২ মার্চ ২০২৫ ১৯:১৩
শুবমান গিলের উইকেট নিয়ে শুরু, মোহাম্মদ শামিতে শেষ। এর মাঝে আরও তিন উইকেট নিলেন ম্যাট হেনরি। আজ (রবিবার) ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের এই ডানহাতি পেসার একাই নিলেন পাঁচ উইকেট মাত্র ৪২ রানের খরচায়, তাও কেবল আট ওভার বল করে। আর এতেই চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ এক রেকর্ড গড়লেন তিনি। প্রথমবারের বোলার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিলেন হেনরি।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই গিলের উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। হেনরির ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন গিল, রিভিউ নিয়েও রক্ষা হয়নি। দ্বিতীয় শিকার কোহলি, হেনরির বলে স্কয়ার কাট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিলিপসের হাতে ক্যাচ দেন তিনি। ডানে ঝাঁপিয়ে দুর্দান্ত রিফ্লেক্সে বলটা তালুবন্দী করেন ফিলিপস। এরপর রবীন্দ্র জাদেজা, ইনিংস টেনে নেয়া হার্দিক পান্ডিয়া ও ইনিংসের শেষ বলে নেন মোহাম্মদ শামির উইকেট। তৃতীয়বারের মতো ওয়ানডেতে ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি।
হেনরির আগে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে পাঁচ উইকেট নিতে পারেননি আর কেউ। তার আগে চার উইকেট করে ছিল তিন বোলারের। ২০০৮ সালের আসরে বার্মিংহামে ভারতের বিপক্ষে একই ম্যাচে চার উইকেট করে নেন নাভিদ উল হাসান ও শোয়েব আখতার। এর আগে ২০০২ সালে জিম্বাবুয়ের ডগলাস হোন্ডো নেন ৬২ রানে চার উইকেট।
আজ এবারের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত অলআউট হয়েছে ৫০ ওভারে ২৫০ রানে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে ‘বি’ গ্রুপের রানার আপ অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ড ক্রিকেট দল ভারত ক্রিকেট দল ম্যাট হেনরি