আর্জেন্টিনার বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাসী মদ্রিচ
২২ জুন ২০১৮ ১৪:২৯ | আপডেট: ২২ জুন ২০১৮ ১৫:৪৩
স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের ২৩তম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ৩-০ গোলে জয়ের এই ম্যাচে দুর্দান্ত এক গোল করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ। মেসিদের বিপক্ষে এমন জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করছেন ক্রোয়েশিয়ার এই অধিনায়ক।
আর্জেন্টিনার বিপক্ষে দলের এই জয় যোগ্য ছিল বলেই মনে করছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক মদ্রিচ। নিঝনি নভগোরদে এই ম্যাচে দুইবারের বিশ্বকাপজয়ীদের হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে বেশ আত্মবিশ্বাসী তিনি, ‘অবশ্যই এই জয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা সুযোগ তৈরি করতে পারি, সেটাই দেখিয়েছি। কিন্তু মাঠে আমাদেরকে ফিট থাকতে হবে।’
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় ক্রোয়েশিয়া। তবে বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে দলকে এগিয়ে নেন রেবিচ। এরপর ম্যচের ৮০ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলের ব্যবধান বাড়ান মদ্রিচ। আর যোগ করা সময়ে রাকিতিচের গোলে করলে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় ক্রোয়েশিয়া।
এখনও যেভাবে আশা বেঁচে আছে আর্জেন্টিনার
সারাবাংলা/এসএন