Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরুণের স্পিন জাদুতে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ২২:২৪ | আপডেট: ২ মার্চ ২০২৫ ২৩:৩৭

৪২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা বরুণ চক্রবর্তী

পাকিস্তান আর বাংলাদেশকে হারিয়ে বেশ সহজেই চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের স্লট দখল করেছে ভারত আর নিউজিল্যান্ড। আজ (রবিবার) দুই দলের লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। কারণ ম্যাচের ফলাফলের ওপর নির্ভত করছিল সেমিফাইনালে কে হবে কার প্রতিপক্ষ। ভারতের দেয়া ২৫০ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৪৫.৩ ওভারে ২০৫ রানে গুটিয়ে গেছে কিউইরা। স্পিনার বরুণ চক্রবর্তীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৪ রানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বিজ্ঞাপন

আগামী ০৪ মার্চ প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার আপ অস্ট্রেলিয়া। দুবাইয়েই অনুষ্ঠিত হবে ম্যাচটি। ০৫ মার্চ লাহোরের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুই ম্যাচের জয়ী দলকে নিয়ে আগামী ০৯ মার্চ পর্দা উঠবে ফাইনালের। যদি ভারতের ফাইনাল নিশ্চিত হয়, সেক্ষেত্রে ভেন্যু থাকছে দুবাই, নয়তো ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানে।

সেমিতে প্রতিপক্ষ নিশ্চিত করার এই ম্যাচে রান তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। বোলিং সহায়ক উইকেটে হার্দিক পান্ডিয়া ভারতকে এনে দেন প্রথম সাফল্য। রাচিন রবীন্দ্র ফেরেন অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে। ৪৯ রানে উইল ইয়াংকে বোল্ড করে দ্বিতীয় সাফল্য আনেন বরুন। যিনি আজ ভারতের একাদশে এসেছেন হার্শিত রানার জায়গায়। দুই ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকার পর আজ সুযোগ পেয়ে সেটা দু হাত ভরে নিলেন এই রহস্য স্পিনার। একইসাথে হয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে পাঁচ উইকেট নেয়া মাত্র তৃতীয় স্পিনার। তালিকার বাকি দুজন শহীদ আফ্রিদি ও রবীন্দ্র জাদেজা।

কিউইদের মিডল অর্ডারে আজ একাই ধ্বস নামিয়েছেন বরুন। ইয়াংয়ের পর একে একে নিয়েছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, আর শেষদিকে দলের সম্ভাবনা জিইয়ে রাখা অধিনায়ক মিচেল স্যান্টনারের উইকেট। তার পঞ্চম শিকার ম্যাট হেনরি। অবশ্য এর আগে নিউজিল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন কেইন উইলিয়ামসন। এক প্রান্ত আগলে রেখে একাই খেলেছেন ১২০টা বল। কুলদীপ যাদবের বলে স্টাম্পড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৮১ রান।

বরুণ পাঁচটি, কুলদীপ নেন দুই উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হার্দিক, অক্ষর ও জাদেজা।

বিজ্ঞাপন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ভারত। চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার আর অক্ষর প্যাটেলের ৯৮ রানের জুটিতে সেই বিপদ পেরিয়ে যায় রোহিত শর্মার দল। অক্ষর ফেরেন রাচিনের বলে। আউট হওয়ার আগে ৬১ বলে ৪২ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। ৯৮ বলে ৭৯ রানের ইনিংস খেলা শ্রেয়াসের উইকেটটা পেয়েছেন ও রোর্ক। শেষদিকে হার্দিকের ৪৫ বলে ৪৫ রানের ইনিংসে লড়াইয়ের রসদ পায় ভারত। ম্যাট হেনরি একাই নেন পাঁচ উইকেট। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেয়া প্রথম বোলার তিনি।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বরুণ চক্রবর্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর