গ্রুপ পর্ব শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান কার?
৩ মার্চ ২০২৫ ১৪:১৭
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হলো এবারের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের খেলা। নির্ধারিত হয়ে গেছে সেমিফাইনালের লাইন আপও। আগামীকাল প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ফাইনালে ওঠার দুই লড়াইয়ের আগে দেখে নিন গ্রুপ পর্ব শেষে ব্যাট হাতে সর্বোচ্চ রান কাদের-
আসরজুড়ে বেশ কিছু দারুণ ইনিংস দেখা গেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে। এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ১০টি। তবে এই ১০ সেঞ্চুরিয়ানের সবাই নেই সেই সেমিফাইনালে। মজার ব্যাপার হচ্ছে শীর্ষ পাঁচ রান স্কোরারের তিনজনই খেলতে পারছেন সেমিফাইনালে, তাদের দল বাদ পড়ায়।
৩ ম্যাচে ২২৭ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন বেন ডাকেট। ক্যারিয়ারসেরা ১৬৫ রানের ইনিংসেই সবাইকে টপকে গেছেন ইংল্যান্ডের এই বাঁহাতি ওপেনার। তার সতীর্থ জো রুটও সমান সংখ্যক ইনিংসে ব্যাট করে রান তুলেছেন ২২৫, আছে একটি করে ফিফটি ও সেঞ্চুরি।
তালিকার তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ৩ ইনিংসে করেছেন ২১৬ রান। ১০৬ স্ট্রাইকরেট। খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার।
চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের টম ল্যাথাম। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। পরের ম্যাচ আছে ফিফটিও। ৩ ইনিংস শেষে তার রান ১৮৭, গড়টা ৯৩ ছাড়িয়ে।
২ ফিফটিতে তালিকার পঞ্চম অবস্থানে উঠে এসেছেন ভারতের শ্রেয়াস আইয়ার। ৩ ইনিংসে ব্যাট করে এই ডানহাতি ব্যাটারের সংগ্রহ ১৫০।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ইংল্যান্ড ক্রিকেট দল বেন ডাকেট