সর্বোচ্চ উইকেট হেনরির, তাকে টপকাবেন কে?
স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২৫ ১৪:৩৫
৩ মার্চ ২০২৫ ১৪:৩৫
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের খেলা শেষ, অপেক্ষা এবার দুই সেমিফাইনালের। এখন পর্যন্ত গ্রুপ পর্বজুড়ে দেখা গেছে বোলারদের বেশ কিছু দারুণ পারফরম্যান্স। সর্বশেষটা এসেছে ভারতের বরুণ চক্রবর্তীর হাত ধরে। একইদিনে একই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। এতেই তিনি উঠে এসেছেন এবারের চ্যাম্পিয়নস ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারি বোলারেদের তালিকার শীর্ষে।
এক নজরে দেখে নিন গ্রুপ পর্ব শেষে শীর্ষ বোলারদের-
ম্যাট হেনরি, নিউজিল্যান্ড
৩ ম্যাচ
৮ উইকেট
আজমতউল্লাহ ওমরজাই, আফগানিস্তান
৩ ম্যাচ ‘
৭ উইকেট
বেন ডোয়ারসুইশ, অস্ট্রেলিয়া
২ ম্যাচ
৬ উইকেট
উইল ও’রোর্ক, নিউজিল্যান্ড
৩ ম্যাচ
৬ উইকেট
জফরা আর্চার, ইংল্যান্ড
৩ ম্যাচ
৬ উইকেট
বরুণ চক্রবর্তী, ভারত
১ ম্যাচ
৫ উইকেট
সারাবাংলা/জেটি