Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্পাওলির বিদায় চান মেসিরা, নয়তো অবসর নেবেন সিনিয়ররা


২২ জুন ২০১৮ ১৬:২৮ | আপডেট: ২২ জুন ২০১৮ ১৭:৫৬

সারাবাংলা ডেস্ক ।।

ক্রোয়েশিয়ার বিপক্ষে বাজে খেলার মাশুল দিচ্ছে আর্জেন্টিনা। আগের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র আর ক্রোয়েশিয়ার বিপক্ষে হার, দুইয়ে মিলে বিশ্বকাপ স্বপ্নটা প্রায় শেষ হওয়ার পথে আর্জেন্টিনার। এখন শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারালেই শুধু হবে না, নির্ভর করতে হবে অনেক যদি কিন্তুর ওপর।

আর্জেন্টিনার শুরুর একাদশে তিনটি পরিবর্তন করে খেলোয়াড় নামিয়েছিলেন কোচ জর্জ সাম্পাওলি। পুরো খেলায় আর্জেন্টিনার দলগত পরিকল্পনার কোনো ছাপ ছিল না। মেসি ছিলেন নিষ্ক্রিয়। আগের দিন তাও কিছু সুযোগ পেয়েছিলেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে একবার পোস্টে শট নেওয়া ছাড়া তেমন কিছু করতেই পারেননি। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার লজ্জা এখন খুবই বাস্তব।

পুরো ম্যাচে সবচেয়ে বেশি চোখে পড়েছে সাম্পাওলির বিচিত্র কৌশল। ডাগআউট থেকে নেওয়া তার বিচিত্র কৌশলের সঙ্গে মেসি, আগুয়েরো, পাভোন, মেজারা কেউই খাপ খাওয়াতে পারেননি। দ্বিতীয়ার্ধে আগুয়েরোকে তুলে নিয়ে আক্রমণভাগে নামিয়ে দিয়েছিলেন হিগুয়েন আর দিবালাকে। রক্ষণে তার নজর ছিল না বললেই চলে।


গোলরক্ষক নির্বাচনেও ছিল সাম্পাওলির গড়িমসি। আর গোলরক্ষকের ভুলেই প্রথম গোলটি হজম করতে হয়েছিল আর্জেন্টিনাকে। উইলি কাবালেরোকে তিনি শুরুর একাদশে নামিয়ে যে ভুল করেছিলেন সেটা তো ম্যাচেই প্রমাণ পেয়েছে আর্জেন্টাইনরা। চেলসির সাইড বেঞ্চে বসেই মৌসুম কাটাতে হয়েছিল এই গোলরক্ষককে। ফুটবল বোদ্ধাদের মতে, কাবালেরোর চেয়ে রিভারপ্লেটের গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানিই বেশি দক্ষ।

কোচের কৌশল পছন্দ করতে পারেনি আর্জেন্টিনার বেশিরভাগ খেলোয়াড়রা-ম্যাচ শেষে এমনটাই শোনা যাচ্ছে। এমনকি দলের সিনিয়র খেলোয়াড়রাও নাকি সাম্পাওলির অধীনে আর খেলতে নামতে চাইছেন না। সেই তালিকায় মেসি, আগুয়েরো, হিগুয়েন, হাভিয়ের মাশ্চেরানো, দ্বিতীয় ম্যাচে সুযোগ না পাওয়া ডি মারিয়া, মার্কোস রোহো, লুকাস বিগলিয়া, এভার বানেগারা আছেন। আরও জানা যায়, ‘ডি’ গ্রপে আর্জেন্টিনার শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে সাম্পাওলিকে ডাগআউটে চান না মেসি অ্যান্ড কোং। তারা শেষ ম্যাচের আগেই নতুন কোচ হিসেবে চাচ্ছেন বিশ্বকাপ জয়ী সাবেক তারকা জর্জ বুরুচাগাকে।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়া ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়েরা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। দেশটির ফুটবল ফেডারেশনের একজন নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমে জানিয়েছেন, সাম্পাওলির অধীনে খেলোয়াড়রা আর খেলতে চান না। যদিও সাম্পাওলির সঙ্গে আর্জেন্টিনার দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। আর সাম্পাওলিকে ছাঁটাই করা না হলে সিনিয়র ফুটবলাররা নিজেরাই অবসর জানিয়ে দেবেন।

উল্লেখ্য, চুক্তির বাইরে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন যদি সাম্পাওলিকে ছাঁটাই করে, তাহলে ক্ষতিপূরণ বাবদ ২০ মিলিয়ন ডলার দিতে হবে।

সারাবাংলা/এমআরপি

এখনও যেভাবে আশা বেঁচে আছে আর্জেন্টিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর