অবসরে যাচ্ছেন মেসি!
২২ জুন ২০১৮ ১৬:৪১ | আপডেট: ২২ জুন ২০১৮ ১৭:২৬
স্পোর্টস ডেস্ক ।।
ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে একেবারে তীরে গিয়েই তরী ডুবিয়েছিল আর্জেন্টিনা। সেবার জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্স আপ হয়েই ফিরেছিল লিওনেল মেসিরা। তবে এবার রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্ব যেতেই হিমশিম খাচ্ছে হোর্হে সাম্পাওলির দল। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র, আর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে লাতিন আমেরিকার দলটি। যে কারণে আর্জেন্টিনায় মেসির সাবেক সতীর্থ পাবলো জাবালেতা বললেন, রাশিয়া বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে অবসরে যেতে পারেন মেসি।
আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি পেয়েও মিস করেছিলেন বার্সেলোনা স্ট্রাইকার। ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেকে অনেকটা আড়ালেই রাখলেন মেসি। ম্যাচ শেষে ভক্তদের মনেও প্রশ্ন উঠেছে, মেসির এমন পারফরম্যান্স নিয়ে। একের পর এক শিরোপা জয়ের কাছে গিয়ে ফিরে আসায় জাতীয় দলের জার্সি গায়ে হতাশাও বেড়ে চলেছে তার। জাবালেতা বলছেন, বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের পর দল ছাড়তে পারেন মেসি।
ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ছিলেন জাবালেতা। এই আর্জেন্টাইন বিশ্বাস করেন এবার বিশ্বকাপে শেষ ষোলোতে এতে ব্যর্থ হলেই অবসরে যাবেন মেসি, ‘মেসির জন্য খারাপ লাগছে। আর্জেন্টিনার হয়ে কোনো শিরোপা জেতার এটাই শেষ সুযোগ ছিল, তাই এবার সেই সুযোগ না পেলে বিশ্বকাপ শেষে ওর (মেসির) অবসরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও অবাক হব না। চার বছর পর কাতার বিশ্বকাপে যেতে আর চার বছরে বেশি হতাশ হয়ে পড়বে সে।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারতে হলো আর্জেন্টিনাকে। আর তাতেই আর্জেন্টিনার সমর্থকরা এই পারফরম্যান্সে ভীষণ রেগে আছে বললেন জাবালেতা, ‘আর্জেন্টিনার সমর্থকরা এমন পারফরম্যান্সের পর ভীষণ রেগেই যাবে। তারা বিশ্বকাপ শিরোপার জন্য মুখিয়ে আছে, এমন খেলা তারা প্রত্যাশা করে না। এর আগে আর্জেন্টিনার কাছ থেকে এমন পারফরম্যান্স দেখিনি, কখনো না। এটাই দেখেই খুবই অবাক লাগছে, তাদের স্পিরিটের অভাব ছিল।’
সাম্পাওলির বিদায় চান মেসিরা, নয়তো অবসর নেবেন সিনিয়ররা
সারাবাংলা/এসএন