শরীফুলের তোপ, সোহানের ফিফটিতে ধানমন্ডির জয়
৪ মার্চ ২০২৫ ১৭:২৯
৩.৪ ওভারে মাত্র ৪ রানে নেই ৬ উইকেট! ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের পেসারদের তোপে স্কোরবোর্ডের এই হাল হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের। যেখানে বল হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন রুপগঞ্জের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। বিকেএসপির তিন নম্বর মাঠে ১০ ওভারে তিন মেইডেনসহ মাত্র ১৪ রানে নেন ৪ উইকেট। গাজী গ্রুপও গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।
তানজিদ হাসান তামিমের ফিফটিতে ছোট সেই লক্ষ্য প্রায় ৩৬ ওভার হাতে রেখে ১০ উইকেটের ব্যবধানে জিতে পেরিয়ে যায় রূপগঞ্জ। এর আগে শরীফুলের বলে এনামুল হক বিজয় উইকেটের পেছনে ক্যাচ দেয়ার পর শুরু হয় দলের বিপর্যয়। অবশ্য আম্পায়ারের সেই সিদ্ধান্ত মানতে পারেননি তিনি। সেই ওভারেই নিজের দ্বিতীয় উইকেট পান শরীফুল সালমান হোসেনকে ফিরিয়ে।
ইনিংসের তৃতীয় ওভারে শরীফুল ফেরাতেই আবার উইকেটের দেখা পায় রূপগঞ্জ। রান আউট হন সাদিকুর, চতুর্থ বলে আমিনুল ইসলাম ও শেষ গলে পারভেজ জীবনকে বোল্ড করে চার নম্বর উইকেটটা নেন শরীফুল। তিন উইকেট নিয়েছেন তানভীর ইসলাম। দলকে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন তোফায়েল আহমেদ ও আব্দুল গাফফার সাকলাইন। দুজনের ব্যাট থেকে এসেছে ২৪ ও ২৬ রানের ইনিংস।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দিনের অন্য ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৪ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ব্রাদার্সের দেয়া ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদ রাব্বি, অধিনায়ক নুরুল হাসান সোহানের জোড়া ফিফটির সাথে ইয়াসির আলীর ৪৪ রানের ইনিংসে জয় পেয়েছে ধানমন্ডি।
৬৭ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর ইয়াসিরকে সাথে নিয়ে দলের হাল ধরেন ফজলে রাব্বি। ৭৮ রানের জুটিতে দলকে ফেরান লড়াইয়ে। ইয়াসির ফিরলেও অন্য প্রান্তে ছিলেন বাঁহাতি রাব্বি। অবশ্য ৭৮ বলে ৫৫ রানের ইনিংসে অলক কাপালির বলে তিনি ফেরার পর বিপদ খানিকটা বেড়েছিল ধানমন্ডির। কিন্তু অধিনায়ক সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখেই জয় পায় ক্লাবটি। এর আগে মাহফিজুল রবিন ও ইমতিয়াজ হোসেন তান্নার জোড়া ফিফটিতে ৫ উইকেটে ২৬২ রান করে ব্রাদার্স।
বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭৭ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের এক বল বাকি থাকলে ২২১ রানে গুটিয়ে গেছে সাব্বির রহমানের দল। এর আগে অধিনায়ক রায়ান রাফসানের ৮৭, মিনহাজুল আবেদীনের ৩০ ও জুবায়ের হোসেনের ১৪ বলে ৩৯* রানের ইনিংসে ৫ উইকেটে ২৯৮ রান করে শাইনপুকুর।
সারাবাংলা/জেটি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নুরুল হাসান সোহান শরীফুল ইসলাম