ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
৫ মার্চ ২০২৫ ১৫:০৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। করাচির এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে নিউজিল্যান্ড, একটি বদল এসেছে দক্ষিণ আফ্রিকার একাদশে। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা।
গ্রুপ পর্বে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। যদিও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরেছেন মিচেল স্যান্টনাররা। ‘এ’ গ্রুপের রানার আপ হয়ে আজ সেমিতে খেলছে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন প্রোটিয়াদের বিপক্ষে। যারা হারিয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ডকে।
নিউজিল্যান্ড একাদশ:
উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইল ও রোর্ক।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল সেমিফাইনাল