Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরজাই এখন ‘নাম্বার ওয়ান’

স্পোর্টস ডেস্ক
৫ মার্চ ২০২৫ ১৬:০২

প্রথমবার অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন ওমরজাই

র‍্যাংকিংয়ে নতুন এক নম্বর অলরাউন্ডার পেল ওয়ানডে ক্রিকেট। জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ নবীকে সরিয়ে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন আজমতউল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটে-বলে পারফরম্যান্সের পর দুই ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছেন ক্যারিয়ার সেরা ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা গড়পড়তা গেলেও ইংল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠেছিলেন ওমরজাই। ব্যাটে-বলে দুই বিভাগেই ইংলিশদের ভুগিয়েছেন এই অলরাউন্ডার। ৩১ বলে ৪১ রানের ইনিংসের পর ৫৮ রানে নে পাঁচ উইকেট। অজিদের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে ব্যাট হাতে খেলেন ৬৭ রানের ইনিংস। এমন অনবদ্য পারফরম্যান্সই ওমরজাইকে বানাল এক নম্বর অলরাউন্ডার। ব্যাটারদের র‍্যাংকিংয়েও এগিয়েছেন তিনি, ১২ ধাপ এগোনো এই ডানহাতি ব্যাটার এখন ২৪ নম্বর অবস্থানে।

বিজ্ঞাপন

ওমরজাইয়ের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে মোহাম্মদ নবী। ২৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় জিম্বাবুয়ের সিকান্দার রাজা, চারে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন মিচেল স্যান্টনার।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর