এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী ২৫ মার্চ শিলংয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে বসুন্ধরা কিংস এরেনায় চারদিনের প্রস্তুতি ক্যাম্প সেরেছেন জামাল ভুঁইয়ারা। তবে আরও নিবিড় অনুশীলন সেশনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
আজ (বুধবার) দুপুরে সৌদি আরবের জেদ্দার বিমানে চড়েছেন এই ম্যাচের স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলাররা। তবে ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া।
সৌদিতে ১১ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। যেখানে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলবেন জামাল-তপুরা। প্রতিপক্ষ হসেবে সুদানের একটি দলকে পাবে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ খেলবে সৌদির তায়েফ শহরের দ্বিতীয় বিভাগের একটি ক্লাব ও সুপার কাপ ক্লাবের বিপক্ষে। যদিও এখনও চূড়ান্ত হয়নি সূচি।
অবশ্য স্কোয়াডের সবাইকে একসাথে এখনও পাননি কোচ কাবরেরা। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম দলে যোগ দেবেন আগামী ১০ মার্চ। ইংলিশ প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী দেশে আসবেন আগামী ১৭ মার্চ, ক্যাম্পে যোগ দেবেন ১৮ মার্চ। এরপর ২০ মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে ম্যাচ খেলতে।