তামিম বোর্ডে এলে ক্রিকেটের জন্য ভালো হবে: আকরাম খান
৫ মার্চ ২০২৫ ১৮:৪৫ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৮:৪৯
তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তামিম। এর মধ্যে তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসার গুঞ্জন শোনা যাচ্ছে। ঢাকার একটি ক্লাবের মালিকানার অংশ হয়ে সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছেন তামিম। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান বলেছেন, তামিম দীর্ঘদিন যাবত ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত। তার মতো কেউ বোর্ডে এলে সেটা ক্রিকেটের জন্য ভালো হবে।
বুধবার (৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। তামিমের বোর্ডে আসার গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হলে আকরাম খান বলেন, ‘বোর্ডে আসাটা ডিপেন্ড করে কে কীভাবে আসতে চাচ্ছে। যেমন ধরেন আমার খেলা শেষ করার পর ইচ্ছা ছিল যে ক্রিকেট বোর্ডে আসা। অনেকে হয়তো আসেনি, ওদের ইন্টারেস্ট নেই।’
‘যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটের সাথে আছে, শুধু ক্রিকেট না যেকোন স্পোর্টসে তাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ফুটবল আছে, হকি আছে। তারা আসলে ক্রিকেটের জন্য, স্পোর্টসের জন্য ভালো।’-যোগ করেন তিনি।
অনেকদিন যাবতই বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন বিষয়ে তামিম ইকবালের সম্পৃক্ততা দেখা যাচ্ছে। চলতি বছর বিসিবির কার্যনির্বাহী পরিষদের নির্বাচকন। কাউন্সিলর হয়ে এই নির্বাচনে তামিমের অংশগ্রহনের আলোচনা আছে ক্রিকেটপাড়ায়।
সারাবাংলা/এসএইচএস