নেতৃত্বে বদল আনবে বাংলাদেশ?
৫ মার্চ ২০২৫ ১৯:২৫ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৯:২৭
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। মাঠের ক্রিকেটে অনেকদিন যাবতই প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না বাংলাদেশ। এর মধ্যেই এলো চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবি। এবার কি নেতৃত্বে বদলের পথে হাঁটবে বাংলাদেশ?
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শোনা গিয়েছিল, অধিনায়কত্ব চালিয়ে যেতে নাজমুল হোসেন শান্তর অনাগ্রহ। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলেন শান্তর সঙ্গে। যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর কাঁধেই থাকে নেতৃত্বভার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর নেতৃত্বে দল যেহেতু ভালো করতে পারল না সেক্ষেত্রে বোর্ড কি অধিনায়ক পাল্টানোর চিন্তা করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান বললেন, আপাতত এই প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি বোর্ডে।
গতকাল বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, গতকালের মিটিংয়ে শান্তর নেতৃত্ব প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি।
আকরাম খান বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে ওই ধরনের কোনো কথা আমাদের মধ্যে হয়নি। তারপরও যে ফরম্যাটে অধিনায়ক হবে পুরো দায়িত্বটা নিতে হবে। এবং ওর পারফরম্যান্স হলো মেইন ও যদি পারফরম্যান্স করতে পারে তাহলে টিমকে ভালোভাবে পরিচালনা করতে পারবে।’
অন্য দেশে জাতীয় দলের বাইরে রিজার্ভ ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি। সে হিসেবে বাংলাদেশে রিজার্ভ ক্রিকেটারের সংখ্যা খুবই কম। ফলে তিন ফরম্যাটের তিন অধিনায়ক বানানোও কষ্টকর বলছেন আকরাম খান।
তিনি বলেন, ‘অন্য সব দেশে কিন্তু তিন ফরম্যাটে আলাদা আলাদা প্লেয়ার আছে। বাংলাদেশে কিন্তু তিন ফরম্যাটে সবাই খেলছে। আমাদের অপশনটা খুবই কম, যেখানে আমরা দল করতে পারছি না, সেখানে তিন অধিনায়ক করা কিন্তু কঠিন হয়ে পড়বে। একটু আগে বললাম যে অধিনায়ককে ভালো লিড দিতে হবে। পারফর্ম করলে তখনই ভালো, আমাদের আগে ওই পারফর্মম্যান্সটা খুজে বের করতে হবে।’
সারাবাংলা/এসএইচএস