Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধান্তটা মুশফিক-মাহমুদউল্লাই নিক— বললেন আকরাম খান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ২০:০১

ক্রিকেটপাড়ায় কান পাতলেই শোনা যায় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অবসর প্রসঙ্গ। এমনটা হওয়াই স্বাভাবিক। দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করতে পারেননি। এদিকে দুজনের বয়স চল্লিশের কাছাকাছি। এমন বয়সের কেউ পারফর্ম করতে না পারলে অবসরের আলোচনা উঠবে সেটাই স্বাভাবিক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বললেন, বিষয়টা মুশফিক-মাহমুদউল্লাহর ওপরই ছেড়ে দেওয়া দরকার।

বিজ্ঞাপন

একদিন আগে বোর্ড মিটিং করেছেন বিসিবি পরিচালকরা। বোর্ড মিটিংয়ে নতুন কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকা নিয়ে আলাপ হয়েছে। চুক্তিতে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ দুজনেই থাকছেন বলে জানা যাচ্ছে। তার অর্থ দাঁড়ায় আপাতত বোর্ডের পক্ষ থেকে দুজনকে বাতিলের খাতায় ফেলা হচ্ছে না।

আজ বুধবার (৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আকরাম খান। মুশফিক-মাহমুদউল্লাহ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘দেখেন একটা জিনিস প্রথমে আমি মনে করি যে, যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের সবাইকে সম্মান করা উচিত। খেলোয়াড়রাই বলতে পারবে একমাত্র ওর ফিটনেস, বা প্রেসার কিভাবে খেলাটা নিচ্ছে। একটা খেলোয়াড়ই বুঝতে পারে তার ভবিষ্যৎ কি অবস্থা। সবকিছু মিলে আমাদের খেলোয়াড়দের উপর ছেড়ে দেয়া উচিত, সিদ্ধান্তটাও ওরাই নিক। এবং যদি বেশি সমস্যা হয় টিম ম্যানেজমেন্ট আছে খেলোয়াড়ও আছে ওরা বসে সিদ্ধান্ত নেয়া উচিত। আমার মনে হয় এটা নিয়ে বাইরে আলাপ আলোচনা করা সম্মানজনক দেখায় না।’

এদিকে একদিন আগে বিসিবির বোর্ড মিটিং শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম মুশফিক-মাহমুদউল্লাহ প্রসঙ্গে বলেছিলেন, ভবিষ্যত জানতে তাদের সঙ্গে আলোচনা করবে বিসিবি। এবং দলে থাকতে হলে তাদের প্রমাণ করতে হবে বলেছিলেন ফাহিম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি— এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’

সারাবাংলা/এসএইচএস

নাজমুল আবেদীন ফাহিম মাহমুদউল্লাহ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর