Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের অবসর ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ২৩:৪৭ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ০০:৩৩

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধুমাত্র টেস্টে দেখা যাবে মুশফিককে।

বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ উইকেরক্ষক ব্যাটার।

মুশফিক তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অর্জনগুলি বৈশ্বিক পর্যায়ে সীমিত হতে পারে, তবে একটি জিনিস নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সাথে ১০০ ভাগের বেশি দিয়েছি।’

অনেকদিন ধরেই ওয়ানডে ফরম্যাটে রান পাচ্ছিলেন না মুশফিক। সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পুরো ব্যর্থ। ফলে দেশে, দেশের বাইরে থেকে কম সমালোচনা হজম করতে হয়নি। অবসর ঘোষণায় সেটাও যেন তুলতে চাইলেন মুশফিক। লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি।’

পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে মুশফিক যোগ করেন, ‘তিনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, আবার যাকে খুশি তাকে বেইজ্জতি করেন। সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সৎ ঈমান দান করুন।’

সবশেষে পরিবার, শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানিয়েছেন মুশফিক, ‘সবশেষে, আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।’

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক মুশফিকের। এরপর ১৯ বছরে বাংলাদেশের জার্সিতে ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিক। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৬.৪২ গড় ও ৭৯.৭০ স্ট্রাইকরেটে রান করেছেন ৭ হাজার ৭৯৫। মুশফিকের সেঞ্চুরি ৯টি, আর ফিফটি ৪৯টি।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন ‍মুশফিক। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরেছেন ৫ বলে ২ রান করে। বাজে শটে আউট হওয়াতে মুশফিককে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নিয়ে ওয়ানডে দলে তার জায়গা পওয়াটা প্রশ্নের মুখেই পরে গিয়েছিল। শেষ পর্যন্ত নিজে থেকেই সরে গেলেন মুশফিক।

সারাবাংলা/এসএইচএস

মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর