রোড টু চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল: নিউজিল্যান্ড
৭ মার্চ ২০২৫ ১৭:১৫
২০০০ সালের পর সর্বশেষ ২০০৯ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। এবারের আসরের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৬ বছর পর আবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠল কিউইরা। এর আগে গ্রুপ পর্ব পাকিস্তান-বাংলাদেশকে হারিয়ে সেমি নিশ্চিত করলেও ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে হারতে হয় তাদের। ফাইনালেও তাদের প্রতিপক্ষ সেই ভারতই।
২৫ বছর আগে জেতা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপার পর আবার সুযোগ এসেছে নিউজিল্যান্ডের সামনে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দেখে নিন, কেমন ছিল ফাইনাল পর্যন্ত তাদের যাত্রা-
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিউজিল্যান্ড ক্রিকেট দল মিচেল স্যান্টনার