ফাইনালের আগে নিউজিল্যান্ডের দুঃসংবাদ
৭ মার্চ ২০২৫ ১৯:৩৭
চ্যাম্পিয়নস ট্রফির ২৭ বছরে ইতিহাসে এখন পর্যন্ত ৩৩টি ম্যাচে খেলেছে ভারত। কিন্তু এই টুর্বামেন্টে ভারতের ৩১-তম ম্যাচের আগ পর্যন্ত তাদের বিপক্ষে পাঁচ উইকেট নিতে পারেননি কোনো বোলারই। প্রথম সেই কীর্তিটা গড়ে দেখালেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, ভারতের বিপক্ষে এবারের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ৮ ওভার বলে করে ৪২ রানে নিয়েছেন ৫ উইকেট। একইসাথে আছেন চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে।
কিন্তু ছন্দে থাকা এই পেসারকেই ভারতের বিপক্ষে ফাইনালে পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছে নিউজিল্যান্ড। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে লং অনে ছুটে এসে ডাইভ করে হাইনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। তখনই এক হাতে ব্যথায় কাঁধ চেপে মাঠ ছাড়েন এই ডানহাতি পেসার। পরবর্তীতে অবশ্য মাঠে ফিরে দুই ওভার বলও করেছেন, এমনকি লাফিয়ে ঝাঁপিয়ে বলও থামিয়েছেন ফিল্ডিংয়ে।
তবে হেনরির চোট নিয়ে শংকা আছে। কোচ গ্যারি স্টেডের কথাতেও পাওয়া গেল সেই ছাপ। স্টেড জানিয়েছেন, হেনরির কাঁধে স্ক্যান করা হয়েছে, কিন্তু এখনও ফলাফল আসেনি পরীক্ষার। যদিও অধিনায়ক স্যান্টনার ফাইনালে তাকে পেতে বেশ মুখিয়ে আছেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ম্যাচে ১৬.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন হেনরি। ফাইনালে যদি খেলতে না পারেন সেক্ষেত্রে নিউজিল্যান্ড একাদশে তার জায়গায় আসতে পারেন ডানহাতি পেসার জ্যাকব ডাফি।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিউজিল্যান্ড ক্রিকেট দল ম্যাট হেনরি