কোহলি না রাচিন? কে করবেন সর্বোচ্চ রান
৮ মার্চ ২০২৫ ১৫:২৬
দেখতে দেখতে শেষ দিকে আট বছর পর পর্দা উঠা এবারের চ্যাম্পিয়নস ট্রফি। অপেক্ষা আর এক ম্যাচের, ভারত-নিউজিল্যান্ড ফাইনাল শেষেই জানা যাবে কার হাতে উঠছে এবারের শিরোপা। আসরজুড়ে দেখা গেছে বেশ কিছু দারুণ ইনিংস, এখন পর্যন্ত হয়েছে ১৩টি সেঞ্চুরি। যার মধ্যে একাই দুটি করেছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। মাত্র এক রান পিছিয়ে আছেন, টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার বেন ডাকেটের চেয়ে।
গ্রুপ পর্বে ইংল্যান্ডের যাত্রা থেমে যাওয়াতে ডাকেটের সাথে এই দৌড় থেকে বাদ পড়েছেন তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার জো রুটও।তাই রাচিনের সাথে আসল লড়াইটা হবে বিরাট কোহলির। রাচিনের সংগ্রহ ২২৬ রান, তার চেয়ে মাত্র ৯ রান দূরে আছেন কোহলি। পঞ্চম অবস্থানে বাদ পড়া আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান, ষষ্ঠ ভারতের টপ অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার।
টুর্নামেন্টে ৪ ম্যাচের ৪ ইনিংসে দুই সেঞ্চুরিতে ৭৫.৩৩ গড়ে ২২৬ রান রাচিনের। স্ট্রাইকরেট ১০৩.৬৬। সমান সংখ্যক ইনিংসে কোহলির রান ২১৭, গড় ৭৩.৩৩, স্ট্রাইকরেট ৮৩.১৪। সেঞ্চুরি আছে একটি।
আগামীকাল (রবিবার) দুবাইয়ের পর্দা উঠছে ফাইনালের। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে টস। ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।
সারাবাংলা/জেটি