নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাফুফে সভাপতির
স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৬:১৩ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৬:১৫
৮ মার্চ ২০২৫ ১৬:১৩ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৬:১৫
২০১৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গতকাল এক চিঠির মাধ্যমে (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায় বাফুফে।
আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই প্রসঙ্গে ফিফার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন নিজের ফেসবুক পেইজে।
ফিফার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাবিথ লেখেন, ‘২০১৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা ফিফার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাংলাদেশের ফুটবলকে আরও শক্তিশালী ও উন্নত করতে আমরা ফিফার সঙ্গে ঘনিষ্ঠভাবে এবং সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। আমরা সংস্কার, সমতা ও স্বচ্ছতার ভিত্তিতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ফিফার ২১০তম আন্তর্জাতিক সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ থেকে যে নতুন যাত্রা শুরু করল, তা আমরা গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাব।’
মূলত ফিফার দেয়া আর্থিক অনুদান হতে প্রাপ্ত অর্থ ব্যয়ে স্বচ্ছতা না থাকাতেই বাফুফের ওপর সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে। অর্থপ্রাপ্তি একেবারে বন্ধ না হলেও তা আসতো অনেক দেরিতে। বাফুফের দেয়া তথ্যমতে, ২০১৮ সাল থেকে ফিফার দেয়া তহবিল থেকে অর্থ ব্যয়ের খাতে অস্বচ্ছতার তালিকায় ছিল। সেই দায়ে ২০২৩ সালে নিষিদ্ধও হন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল ঢাকা এসেছিল বাফুফের অর্থায়ন সম্পর্কিত বিষয়গুলো খতিয়ে দেখতে। প্রতিনিধি দল ঘুরে যাওয়ার পর বাফুফে আশা করছিল, মার্চের মাঝামাঝিতে হয়তো ফিফা থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে প্রত্যাশিত সময়ের আগেই সুসংবাদ পেল ফেডারেশন। এতে করে কেটে গেল আর্থিক তহবিল পাওয়ার জটিলতা, যার ফলে ফিফার অনুদান আসবে নিয়মিত কিস্তিতে।
সারাবাংলা/জেটি