Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমারিওকে টপকে গেলেন নেইমার


২২ জুন ২০১৮ ২০:৫০

স্পোর্টস ডেস্ক ।।

কোস্টারিকার বিপক্ষে শেষ সময়ে গোল করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। আর এই গোলের মধ্যদিয়ে দেশটির কিংবদন্তি রোমারিওকে টপকে গেছেন পিএসজির তারকা। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের তালিকায় নেইমার এখন তিন নম্বরে।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৭ গোল করে শীর্ষে আছেন ফুটবল গ্রেট পেলে। ৯২ ম্যাচ খেলে তিনি এই গোলগুলো করেছেন। আর দুইয়ে থাকা রোনালডো ৯৮ ম্যাচ খেলে গোল করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬২ গোল। তিন নম্বরে চলে আসা নেইমারের নামের পাশে ৫৬ গোল। সাবেক বার্সা তারকা দেশের জার্সিতে খেলেছেন ৮৭ ম্যাচ।

চার নম্বরে চলে যাওয়া রোমারিও করেছেন ৫৫ গোল, খেলেছেন ৭০ ম্যাচ। এই তালিকায় পাঁচ নম্বরে জিকো। ৭১ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৪৮টি। ছয় থেকে দশে রয়েছেন যথাক্রমে বেবেতো (৩৯), রিভালদো (৩৫), জাইজিনহো (৩৩), রোনালদিনহো (৩৩), আদেমির (৩২) এবং টোসটাও (৩২)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর