Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমার্ধে গোলশূন্য নাইজেরিয়া-আইসল্যান্ড


২২ জুন ২০১৮ ২১:৪৯

স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে পিছিয়ে পড়ে নাইজেরিয়া। অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আইসল্যান্ড। শুক্রবার (২২ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে নাইজেরিয়া-আইসল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি। বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই নাইজেরিয়ার রক্ষণ কাঁপিয়ে দিয়েছিল আইসল্যান্ড। সিগার্ডসনের জোরালো শট আটকাতে সমস্যায় পড়তে হয়নি নাইজেরিয়ার গোলরক্ষক ফ্রান্সিস উজোহোকে। ২১ মিনিটে গুনারাসনের জোরালো শট রুখে দেন উজোহো। পরের মিনিটে আবারো উড়ে আসা বল ক্লিয়ার করেন স্প্যানিশ ক্লাব দেপোরতিভো লা করুনার নাইজেরিয়ান গোলরক্ষক।

২৫ মিনিটের মাথায় নাইজেরিয়ার চেষ্টা ব্যর্থ হয় ফিনিশিংয়ের অভাবে। চেলসির সাবেক তারকা জন অবি মিকেলের ডিফেন্স চেঁড়া পাস থেকে বল নিজেদের দখলে নিতে পারেনি আইসল্যান্ডের বক্সে ছড়িয়ে থাকা নাইজেরিয়ার খেলোয়াড়রা। ৩২ মিনিটে নাইজেরিয়ার ফ্রি-কিক পেলেও সেখান থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন ইংলিশ লিগে লিচেস্টার সিটিতে খেলা ইহেনাচো।

৩৪ মিনিটে নাইজেরিয়ার বক্সে জটলা তৈরি করেন আইসল্যান্ডের খেলোয়াড়রা। সুযোগ বুঝে শট নেন বজারনাসন, বল চলে যায় গোলবারের উপর দিয়ে। ৩৮ মিনিটে ইহেনাচোর দুর্বল ফ্রি-কিক আর্জেন্টিনাকে রুখে দেওয়া আইসল্যান্ডের ডিফেন্সে বাধা পায়। পরের মিনিটে কেনিথ ওমেরুর শট রুখে দিতে কোনো বড় পরীক্ষা দিতে হয়নি আইসল্যান্ডের গোলরক্ষক হ্যালডোরসনকে। ৪৫ মিনিটের মাথায় সিগার্ডসনের জোরালো শট নাইজেরিয়ার গোলবারের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে পিছিয়ে পড়া নাইজেরিয়ার এটাই শেষ সুযোগ। রাশিয়া বিশ্বকাপে টিকে থাকতে আইসল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে নিজেদের সেরাটাই দিতে হবে তাদের। ১৯৯৪ সালে প্রথম অংশ নেয়ার পর থেকে বিশ্বকাপে নাইজেরিয়া ৫ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৯৪, ১৯৯৮, ২০১৪ সালে শেষ ষোলোতে উঠেছিল তারা।

অপরদিকে, ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থে’ এবারই প্রথম অংশ নিয়েছে আইসল্যান্ড। প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে অনেকটাই চিন্তাহীন থাকছে তারা। সবচেয়ে ছোট দেশ হিসেবে আইসল্যান্ডের বিশ্বকাপ খেলা অবশ্য অনেক দিনের পরিকল্পনার ফসল। দলের সব খেলোয়াড় নিজেদের খুব ভালোভাবে চেনেন, দাঁতের ডাক্তার থেকে কোচ বনে যাওয়া কোচ হ্যালগ্রিমসন দলের সবাইকে খুব ভালোভাবেই জানেন। রক্ষণই তাদের মূল শক্তি, ইউরোতে সেই প্রমাণও রেখেছিল। প্রথম ম্যাচে অবশ্য নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে তারা।

তবে আইসল্যান্ড যে শুধু অংশ নেওয়ার জন্য অংশ নেয়নি সেটা বলাই যায়। গতবারের ইউরোতে নিজেদের প্রমাণ দিয়ে জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে। আজকের ম্যাচটাও তাই নিজেদের করে নিতেই খেলছে কোচ হ্যালগ্রিমসনের দলটি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর