Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাঈমের ১৭৬, প্রাইম ব্যাংকের রেকর্ড ৪২২ রান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৫:২৫

১২৫ বলে ১৭৬ রান করেছেন নাঈম শেখ

নাঈম শেখ-সাব্বির হোসেনের উড়ন্ত উদ্বোধনী জুটি, সাব্বির ফিরলেও অন্য প্রান্তে অটল ছিলেন নাঈম। আরও খানিকটা পথ এগিয়ে নিলেন দলকে ১৭৬ রানের দারুণ এক ইনিংসে। দুইশো মিস করার আক্ষেপ সঙ্গী করে নাঈম বিদায় নিলেও দলকে চারশ পেরিয়ে নিয়ে ইতিহাস গড়লেন সাজ্জাদুল হক ও আবদুল্লাহ আল মামুন। আজ (রবিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ উইকেটে ৪২২ রানের সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক।

বিজ্ঞাপন

যা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাস সর্বোচ্চ তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের মাঠেও এটা সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ ইনিংস ছিল ভারতের। ২০২২ সালে ইশান কিষানের ডাবল সেঞ্চুরি ছোঁয়ার ম্যাচে ভারত করেছিল ৪০৯ রান। বাংলাদেশের মাঠে এটা ছিল এতদিন একমাত্র ৪০০ ছোঁয়া ইনিংস। আজ

প্রাইম ব্যাংক পেরিয়ে গেল সেটাও। প্রিমিয়ার লিগের ইতিহাসে এতদিন সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল আবাহনীর। ২০১৮ সালে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৩ রানে তুলেছিল দলটি। তৃতীয় এবং চতুর্থ সর্বোচ্চ সংগ্রহও অবশ্য প্রাইম ব্যাংকের দখলে। শাইনপুকুরের বিপক্ষে ২০২২ সালে ৫ উইকেটে ৩৮৮ রান তুলেছিল দলটি। এরপর ২০২৪ সালের আসরে এই ব্রাদার্সের বিপক্ষে ৪ উইকেটে তোলে ৩৮০ রান।

ইতিহাস গড়ার দিনে সাব্বির-নাঈমের উদ্বোধনী জুটিতে ১৪০ রানের দেখা পায় প্রাইম ব্যাংক। মাত্র ৪৪ বলে ফিফটি পান সাব্বির, অবশ্য ফিফটির পর ইনিংস বেশি দূর এগোয়নি তার। ৯ চার ও ৪ ছক্কায় ৬৩ বলে ৭৩ রান করেন তিনি। উইকেট হারালেও রানের গতি কমতে দেননি নাঈম। দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৮৬ রান তোলেন জাকিরের সাথে। যেখানে নাঈমের অবদানই বেশি।

৩৮ বলে ফিফটি ছুঁয়েছেন নাঈম, লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করতে মোট খেলেছেন ৮২ বল। এরপর আরও আগ্রাসী নাঈম। পরের পঞ্চাশ অর্থাৎ দেড়শ ছুঁয়েছেন আরও ২৪ বলে। এই বাঁহাতি ওপেনারের ধুন্ধুমার ব্যাটিংয়ে মাত্র ৩৭ ওভারেই ৩০০ পেরিয়ে যায় প্রাইম ব্যাংক।

দলীয় ৩০০ ছোঁয়ার পরের ওভারেই সালাউদ্দিন শাকিলের বলে অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় নাঈমকে। ১৮ চার ও ৮ ছক্কায় ১২৫ বলে ১৭৬ রান করেন তিনি। যা প্রিমিয়ার লিগের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

বিজ্ঞাপন

শেষ দিকে ষষ্ঠ উইকেটে মামুন ও সাজ্জাদুলের ৫২ বলে ৮৪ রানের জুটিতে ৪০০ পেরিয়ে যায় প্রাইম ব্যাংক। রেকর্ড গড়া দিনে ঝড় বয়ে গেছে ব্রাদার্সের বোলারদের ওপর দিয়ে। ১০ ওভার বল করে ১ উইকেট পেলেও ৮১ রান দিয়েছেন সোহাগ গাজী। আল আমিন ১০ ওভারে এক মেইডেনসহ ৭৭ রানে নেন তিন উইকেট।

সারাবাংলা/জেটি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নাঈম শেখ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ব্রাদার্স ইউনিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর