Monday 10 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই আন্দোলনে প্রয়াত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৭:২৩

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের শিশু রিয়া গোপের।হাসপাতালে পাঁচ দিন মৃত্যুর সাথে লড়াই করে আর পেরে ওঠেনি শিশুটি। তার স্মরণে বদলে গেছে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম।

নারীদের এই ক্রীড়া কমপ্লেক্সটির নাম এখন থেকে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। আজ (রবিবার) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই স্থাপনার নতুন নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

অবশ্য এবারই প্রথম নয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নামই বদলেছে। বিশেষত বিগত সরকার প্রধানের পরিবারের সদস্যদের নামে যে স্থাপনাগুলো ছিল। কদিন আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এছাড়া উপজেলা পর্যায়েও বদল করা হয়েছে আরও অনেক ক্রীড়া স্থাপনার নাম। কুষ্টিয়াতে ঘটা করে উদ্বোধন হয়েছে আবরার ফাহাদ স্টেডিয়ামও।

মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সাথে আজ আরও চারটি ক্রীড়া স্থাপনার নতুন নামকরণ হয়েছে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সকে এখন জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স। রমনার শেখ জামাল টেনিস কমপ্লেক্সের নতুন নাম জাতীয় টেনিস কমপ্লেস। আর জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামের নতুন নামকরণ, জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন।

সারাবাংলা/জেটি

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর