তামিমের সেঞ্চুরিতে জিতল মোহামেডান
৯ মার্চ ২০২৫ ১৯:০৪ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৯:০৫
নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হেরে এবারের ডিপিএল শুরু মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে পরের ম্যাচে রুপগঞ্জকে হারিয়ে জয়ে ফেরে তামিম ইকবালের দল। আজ (রবিবার) তৃতীয় রাউন্ডের ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে মৌসুমের দ্বিতীয় জয় তুলে নিল দলটি। বিকেএসপির চার নাম্বার মাঠে ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক তামিম ইকবালের অপরাজিত সেঞ্চুরিতে প্রায় ১০ ওভার হাতে রেখে জিতল মোহামেডান।
টস জিতে ব্যাট করতে নেমে তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের স্পিন জাদুতে ৫০ ওভারও খেলতে পারেনি পারটেক্স। ৪৬.৩ ওভারে অলআউট হওয়ার আগে আহরার আমিনের ফিফটি ও জাওয়াদ রোয়েনের ৪২ রানের ইনিংসে ২১৮ রান করে তারা।
রান তাড়ায় নেমে রনি তালুকদার ফেরেন দলীয় ৯ রানে। ৩৫ রানে আউট হন তিনে নামা মাহিদুল অংকনও। তবে এক প্রান্তে দাঁড়িয়ে সহজাত ব্যাটিং করে যান তামিম। তাওহিদ হৃদয়ের সাথে গড়েন ৬৫ রানের জুটি। পাঁচ চারে ৪৩ বলে ৩৭ রান করেন হৃদয়। নাঈম ইসলাম জুনিয়রের বলে বোল্ড হন এই ডানহাতি ব্যাটার।
প্রথম তিন ব্যাটারের বিদায়ের পর মুশফিক আর তামিমের ১২২ রানের জুটিতে ম্যাচের জয় নিশ্চিত করে মোহামেডান। চতুর্থ উইকেটে এই জুটির পথেই সেঞ্চুরির দেখা পান তামিম। ডিপিএলে নিজের অষ্টম সেঞ্চুরি ছুঁয়েছেন ছক্কা মেরে। মাঠ ছেড়েছেন ১১১ বলে ১২৫ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এই বাঁহাতি ব্যাটারের এটি ২৩তম সেঞ্চুরি। মুশফিক অপরাজিত ছিলেন ৪৪ বলে ৩৫ রানে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ১০০ রানের মধ্যেই চার উইকেট হারায় পারটেক্স। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন আহরার আমিন। শেষদিকে তার সাথে জাওয়াদ রোয়েনের ৪২ রানের ইনিংসে ২০০পেরোয় দলীয় সংগ্রহ। তাইজুল চারটি, নাসুম নেন তিন উইকেট। সাইফউদ্দিন পেয়েছেন দুই উইকেট।
সারাবাংলা/জেটি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তামিম ইকবাল মুশফিকুর রহিম মোহামেডান