Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭৬ রানও নাঈমের ক্যারিয়ার সেরা নয়!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ২০:২৭

১৭৬ রানের ইনিংসে ম্যাচ সেরা নাঈম শেখ

৩৮ বলে ফিফটি নাঈম, ৮২ বলে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নবম সেঞ্চুরি, দেড়শ ছুঁয়েছেন ১০৬ বলে। নাঈম শেখের এই ব্যাটিং তাণ্ডবে আজ (রবিবার) ডিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৪২২/৮ রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে প্রাইম ব্যাংক। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নাঈম থেমেছেন ১২৫ বলে ১৭৬ রান করে। দলও জিতেছেন ১৭৩ রানের বড় ব্যবধানে। রেকর্ড বুক ওলটপালট করার দিনে ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস খেলেও নাঈম বলছেন, এটা তার খেলা সেরা ইনিংস নয়! অথচ এই বাঁহাতি ওপেনারের ধুন্ধুমার ব্যাটিংয়ে মাত্র ৩৭ ওভারেই ৩০০ পেরিয়ে যায় প্রাইম ব্যাংক।

বিজ্ঞাপন

ম্যাচ সেরা হয়ে প্রাইম ব্যাংকের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ভিডিওতে নাঈম জানান ১৭৬ রানের ইনিংসটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা নয়। বরং তিনি এগিয়ে রাখছেন ২০১৯ সালে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ২০১৯ সালে এই প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলা ১৩৬ রানের ইনিংসটিকে। সেই ম্যাচেও ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।

নাঈম বলেন, ‘মনে হয় না (ক্যারিয়ার সেরা ইনিংস)। আমি এর আগে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৩০ এর বেশি করছিলাম মনে হয়, ওটা আমার লিস্ট–এ ক্যারিয়ারে সেরা রাখবো সবসময়।’

নাঈম আজ থেমেছেন ইনিংসের ১৩ ওভার বাকি থাকতে। ডাবল সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হয়েছে ২৪ রানের জন্য। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে যে কীর্তিটা আছে কেবল সৌম্য সরকারের। অবশ্য ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই নাঈমের বরং আক্ষেপ আছে আরও কিছুটা সময় ব্যাট করতে না পারার। এ নিয়ে নাঈম বলেন, ‘ লম্বা একটা ইনিংস খেলতে পেরেছি। খুব ভালো লাগছে। ওই সময় মনে হচ্ছিল আরেকটু মনোযোগ থাকলে ভালো। আমি ৩৬–৩৭ ওভারের সময় আউট হয়েছি, হয়তো ৪৪–৪৫ ওভার পর্যন্ত যেতে পারলে আলাদা কিছু করতে পারতাম। আর আক্ষেপ নাই। ১৭৬ করতে পেরে ভালো লাগছে। কোনো আক্ষেপ নাই।’

সারাবাংলা/জেটি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নাঈম শেখ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন

এখনই ওয়ানডে ছাড়ছেন না রোহিত
১০ মার্চ ২০২৫ ০১:৫৬

আরো

সম্পর্কিত খবর